শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৮ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
নেত্রকোণায় মাদক ও বাল্যবিয়েকে লাল কার্ড প্রদর্শন করলো শিক্ষার্থীরা ডাকসুর ভোট গণনা দেখা যাবে সরাসরি লাইভে আজ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, দেখা যাবে বাংলাদেশ থেকেও কালীগঞ্জে ৩৮০০ পিচ ইয়াবা সহ শীর্ষ মাদক ব্যবসায়ী আরিফুল ও আরিফ গ্রেপ্তার নড়াইল-২ আসনে এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের গণসংযোগ ও লিফলেট বিতরণ পল্লী বিদ্যুৎ গণছুটি ঘোষণা দিয়ে ৮০৯ কর্মকর্তা-কর্মচারীর কর্মস্থল ত্যাগ ১২ ঘন্টার মধ্যে নড়াইলের চাঞ্চল্যকর গৃহবধূ মুন্নি খানম হত্যা মামলার রহস্য উন্মোচন আজ সুবর্ণচরে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। আশ্রয়প্রার্থী নিয়ে কড়াকড়ি: শিক্ষার্থী থেকে ইংলিশ চ্যানেল হয়ে আসা আশ্রয় সব ক্ষেত্রেই কঠোর অবস্থান যুক্তরাজ্যের সাংবাদিক নির্যাতন মামলায় কুড়িগ্রামের সাবেক ডিসি কারাগারে

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সরকারি বাঙলা কলেজে ভাষা শহীদ স্মৃতি মিনি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত.

শান্তা আক্তার সরকারি বাঙলা কলেজ প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ১ মার্চ, ২০২৫

“আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সরকারি বাঙলা কলেজে লক্ষ্মীপুর জেলা ছাত্র-ছাত্রী কল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত আন্ত:জেলা ভাষা শহীদ স্মৃতি মিনি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল ম্যাচ আজ দুপুর ২:৩০ ঘটিকায় অনুষ্ঠিত হয়।

উক্ত খেলায় অতিথিবৃন্দ হিসেবে যারা ছিলেন-
প্রধান অতিথি: আবুল খায়ের ভূঁইয়া, সাবেক সংসদ সদস্য, উপদেষ্টা, বিএনপি চেয়ারপার্সন।
বিশেষ অতিথি: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সাবেক সংসদ সদস্য, যুগ্ম মহাসচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। আমিনুল হক, আহবায়ক, ঢাকা মহানগর উত্তর বিএনপি। মোহাম্মদ জহিরুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক, স্মার্ট টেকনোলজিস বাংলাদেশ লিঃ ও উপদেষ্টা, লক্ষ্মীপুর জেলা ছাত্র-ছাত্রী কল্যাণ সমিতি।
মোঃ কামরুল হাসান, অধ্যক্ষ সরকারি বাঙলা কলেজ।
আমন্ত্রিত অতিথিবৃন্দ: প্রফেসর মিটুল চৌধুরী, উপাধ্যক্ষ, সরকারি বাঙলা কলেজ, মিরপুর, ঢাকা।
সাজ্জাদুল মিরাজ, সদস্য সচিব ঢাকা মহানগর উত্তর যুবদল ও উপদেষ্টা, ললক্ষ্মীপুর জেলা ছাত্র-ছাত্রী কল্যাণ সমিতি।
আকরাম আহমেদ, সাধারণ সম্পাদক ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল ও উপদেষ্টা, লক্ষ্মীপুর জেলা ছাত্র-ছাত্রী কল্যাণ সমিতি।

উপদেষ্টা মন্ডলী- লক্ষ্মীপুর জেলা ছাত্র-ছাত্রী কল্যাণ সমিতি।
সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ- সরকারি বাঙলা কলেজ ছাত্রদল।

উক্ত খেলায় সভাপতিত্ব করেন: জোবায়ের আল মাহামুদ, উপদেষ্টা, লক্ষ্মীপুর জেলা ছাত্র-ছাত্রী কল্যাণ সমিতি ও যুগ্ম আহ্বায়ক, সরকারি বাঙলা কলেজ ছাত্রদল।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, “দীর্ঘদিন পর সরকারি বাঙলা কলেজে এসে সত্যি আমার খুব ভালো লাগছে এবং আমি আনন্দিত এই মিনি টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পেরে। আমরা আমাদের তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও জাগ্রত করতে সাহায্য করবো কারণ তারাই আমাদের ভবিষ্যৎ নেতৃত্ববান ব্যক্তি। তাদের হাত ধরেই আজকে বাংলাদেশ ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশ পেয়েছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি সব সময় তাদের পাশে আছি।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..