দক্ষিণ বাংলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ লোহাগড়া সরকারি আদর্শ কলেজে তিনদিনব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) বিকালে কলেজের খেলার মাঠে প্রভাষক মো : খায়রুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুন্নাহার লিনা। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা বিএনপি সভাপতি মোঃ আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান, বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগড়া উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা সেকেন্দার খান, পৌর বিএনপি সভাপতি মোঃ মিলু শরীফ, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল হক আজাদসহ প্রমূখ। পরে অতিথিবৃন্দ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।