বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সহযোগী সংগঠন “বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন” শরণখোলা উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার (১৪:০২:২৫)সকাল ১০ টায় উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে দুস্থ, অসহায়, ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শরণখোলা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং ২ নং খোন্তাকাটা ইউনিয়ন ৮ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি জনাব মোঃ গোলাম কিবরিয়া’র সভাপতিত্বে , উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক জনাব রিয়াদুল ইসলাম রিয়াদ’র সঞ্চালনায়
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন,
শরণখোলা উপজেলা জামায়াতে ইসলামীর সূরাহ ও কর্ম পরিষদ সদস্য, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের শরণখোলা উপজেলার সাবেক সভাপতি, বাগেরহাট জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের ক্রীড়া বিষয়ক সম্পাদক,শরণখোলা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সংগ্রামী সভাপতি , বিশিষ্ট সমাজসেবক, জনাব মাওলানা ছরোয়ার হোসেন বাদল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সেক্রেটারি জনাব কাজী মোঃ রাসেল, ৩ নং রায়েন্দা ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জনাব জসিম উদ্দিন সাগর ,১নং ধানসাগর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক জনাব মোঃ ওলিউর রহমান, উপজেলা পরিষদ সদর ৮ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সহ-সভাপতি ও শরণখোলা উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক জনাব আব্দুর রাজ্জাক হাওলাদার , উপজেলা সদর ৮ নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি জনাব মোঃ আসাদুজ্জামান আসাদ।
প্রধান অতিথির বক্তব্যে জনাব ছারোয়ার হোসেন বাদল বলেন,
বাংলাদেশে একটি সুখী সমৃদ্ধশালী দুর্নীতিমুক্ত ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তার সহযোগী সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মাঠে ময়দানে ব্যাপক পরিসরে কাজ করে যাচ্ছে, বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের ১৭ বছরে জামায়াতে ইসলামী কে শেষ করার চক্রান্ত করে জামায়াতে ইসলামীর উপর অত্যাচারের যে স্টিম রোলার চালিয়েছে , পৃথিবীর ইতিহাসে তা বিরল। মানবাধিকার লঙ্ঘন করে যে হত্যাযজ্ঞ আওয়ামী লীগ চালিয়েছে তার বিচার বাংলার মাটিতে হবে ইনশাআল্লাহ। হাজার হাজার কোটি টাকার দুর্নীতি লুটপাটের মহা উৎসবে মেতে ছিল আওয়ামী লীগ, মহান আল্লাহর ইশারায় আজ বাংলাদেশে তাদের অবস্থান ধ্বংসের দ্বারপ্রান্তে। জামায়াতে ইসলামীর বিরুদ্ধে যে ষড়যন্ত্রের ছক আওয়ামী লীগ একেছিল আজ সেই ফাঁদে আওয়ামী লীগ পড়েছে। এটা দিয়ে সকল রাজনৈতিক দলকে শিক্ষা গ্রহণ করতে হবে। বাংলাদেশে যেন আর কোন স্বৈরাচার ও ফ্যাসিবাদের জন্ম না হয় সেই দিকে লক্ষ্য রেখে তরুণ, যুবক, ছাত্র,বৃদ্ধ,শিক্ষক, পেশাজীবী, বুদ্ধিজীবী সহ সকল শ্রেণী পেশার মানুষদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
বক্তারা একটি দুর্নীতিমুক্ত, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ও সমাজ ব্যবস্থা কায়েম করতে ভোট বিপ্লবের মাধ্যমে সমাজ থেকে দুর্নীতিবাজ, দখলদার, লুটেরা সহ সকল অন্যায় ও ফ্যাসিবাদকে মুক্ত করতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাশে থাকার আহ্বান জানান।
এই ক্যাটাগরীর আরো খবর..