গণ অধিকার পরিষদ(জিওপি)র সহযোগী সংগঠন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ শরণখোলা উপজেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার বেলা ১১টায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সন্ত্রাস,চাঁদাবাজি,দুর্নীতি, দখল বানিজ্য ও ধর্ষনের বিরুদ্ধে রায়েন্দা বাজার পাঁচ রাস্তার মোড় আল আরাফা ইসলামী ব্যাংক চত্বরে শরণখোলা “ছাত্র অধিকার পরিষদে”র আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন, বাগেরহাট জেলা গণ অধিকার পরিষদের সহ-সভাপতি জনাব মোঃ আল মামুন খান ,বাগেরহাট জেলা ছাত্র অধিকার পরিষদের প্রচার সম্পাদক জনাব মোঃ সানাউল্লাহ ,শরণখোলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি জনাব মেহেদী হাসান, সাধারণ সম্পাদক জনাব মোঃ কাইউম হোসেন, শরণখোলা সরকারি (ডিগ্রী) কলেজ ছাত্র অধিকার পরিষদের আহবায়ক জনাব মোঃ মিরাজ হাওলাদার।
এছাড়াও মানববন্ধনে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য জনাব মোঃ নাহিদ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থী , ব্যবসায়ী, শিক্ষক, পেশাজীবী সহ সাধারণ জনগণ।
বক্তারা বলেন , জুলাই আন্দোলনের পরে দেশের মানুষ যে স্বপ্ন দেখেছিল তা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে উপদেষ্টা পরিষদ ব্যর্থ হয়েছে। দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ, চাঁদাবাজি, ডাকাতির মত অপ্রত্যাশিত ঘটনা ঘটছে। চাঁদাবাজি দুর্নীতি ধর্ষণ রুখতে সরকারের মাঠ পর্যায়ে কঠোর কোন ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না। আইন শৃঙ্খলা পরিস্থিতি সহনীয় পর্যায়ে আনতে সরকারকে আরো কঠোর হতে হবে।
জুলাই আন্দোলনের স্পিটকে বুকে ধারণ করে সরকার পরিচালনা করতে হবে । কোন ধরনের ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করতে দেয়া হবে না ,প্রয়োজনে আবারো আন্দোলনের ডাক দেয়া হবে।