তৎকালীন তরুণ নেতা শেখ মুজিবুর রহমানের প্রেরণায় ও পৃষ্ঠপোষকতায় একঝাঁক সূর্যবিজয়ী স্বাধীনতাপ্রেমী তারুণ্যের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় এশিয়া মহাদেশের ‘বৃহত্তম’ ছাত্র সংগঠন “বাংলাদেশ ছাত্রলীগ”। ১৯৪৮ সালের ৪ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের অ্যাসেম্বলি হলে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠা হয়। সেই থেকে এখন পর্যন্ত সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে বাংলাদেশ ছাত্রলীগের একাধিক শাখা – উপশাখা। বাংলাদেশ ছাত্রলীগের কার্যক্রম আরো গতিশীল করার উদ্দেশ্যে সরকারি সা’দত কলেজ শাখা ছাত্রলীগ এর কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে ২৯ এপ্রিল ২০২৪ ইং (রোজঃ সোমবার)।
উক্ত কর্মী সভাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নাহিদ হাসান শাহীন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ-অর্থ বিষয়ক সম্পাদক মুক্তাকিম গনী ভূঁঞা। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ-নাট্য ও বিতর্ক বিষয়ক সম্পাদক মোঃ হাবিবুল বাশার ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য জেবুন্নাহার শীলা। উক্ত কর্মী সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান সোহান। সঞ্চালনায় ছিলেন টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইলিয়াস হাসান। এছাড়া উপস্থিত ছিলেন করটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম আনসারী, সরকারি সা’দত কলেজ ছাত্র সংসদ এর সাবেক এজিএস সোহেল আনসারী, শেখ রাসেল পরিষদ সরকারি সা’দত কলেজ শাখার সভাপতি মমিতুল ইসলাম প্রমি, টাঙ্গাইল উপজেলা শাখা সহ-সভাপতি রিফাত খান রানা। উপস্থিত ছিলেন সরকারি সা’দত কলেজ শাখা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক রতন মিয়া, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সবুজ হোসাইন, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক অনিক আনসারী, সাবেক যুগ্ম আহ্বায়ক সবুজ হোসেন, সাবেক যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান, সাবেক যুগ্ম আহ্বায়ক ও জেলা ছাত্রলীগের সদস্য সৈকত চন্দ, সাবেক সদস্য নাসির মিয়া, সাবেক সদস্য নাজনীন খান এ্যানি এবং টাঙ্গাইল শহর ছাত্রলীগের সদস্য তানভীর হোসেন অর্ণব সহ সরকারি সা’দত কলেজ শাখা ছাত্রলীগের একাধিক নেতৃবৃন্দ।