ককসবাজারের উখিয়া অভিযান চালিয়ে অস্ত্র ও একটি সিএনজি উদ্ধার করেছেন। এসময় একজনকে গ্রেফতার করা হয়।গতকাল বুধবারে এ অভিযান চালানো হয়।উখিয়া থানা পুলিশ জানায় উখিয়া উপজেলার পালংখালী স্টেশন মসজিদের পাশে রাস্তা থেকে অতিরিক্ত পুলিশ সুপার রাসেল পিপিএম মহোদয়ের নেতৃত্বে উখিয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে পশ্মিম ফারির বিল এলাকায় আব্দু ছালামের ছেলেকে দুটি অস্ত্র ও একটি সিএনজি সহ শামসুল আলম ৩২ কে গ্রেফতার করা হয়। উখিয়া থানা শামীম হোসেন দৈনিক সংগ্রাম প্রতিদিন কে জানাই গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় আইননুগ গ্রহন ব্যবস্হা করা হয়েছে।