বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১২:১৯ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
জাজিরা উপজেলা সরকারি কর্মচারি ক্লাবের ২১ সদস্যদের নির্বাহী কমিটি গঠন : তদবিরে বদলে গেলে সেতুর নির্ধারিত স্থান, ক্ষুব্ধ এলাকাবাসী লোহাগড়ায় আমাদা কলেজে ষষ্ঠবার্ষিকী পিঠাউৎসব অনুষ্ঠিত নেত্রকোণায় বাল্য বিয়ে বন্ধ করেন ইউএনও বিজয় রাকিন সিটির দুর্নীতির প্রতিবাদে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতির মানববন্ধন সুবর্ণচর উপজেলার ভূঞারহাটে ১৮ দোকান আগুনে পুড়ে পায় ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়। বিয়ের ওপর আরোপিত কর প্রত্যাহারের দাবিতে মানববন্ধন সিইউএফ স্কুল এন্ড কলেজে তারুণ্যের উৎসব উদযাপন। কারামুক্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর ঘোষণাপত্র নিয়ে বৈঠকে যাচ্ছে না বিএনপি

শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশে উন্নয়ন হয়ঃ মেয়র বাশার

মো. মামুন হোসাইন, সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : বুধবার, ২ আগস্ট, ২০২৩

মানিকগঞ্জের সিংগাইর পৌরসভার সিংগাইর গরুর হাট ও কাঁচা বাজারে ১৮ লাখ টাকার উন্নয়নমূলক কাজের উদ্বোধন করা হয়েছে। এ.ডি.পি প্রকল্পের আওতায় সিংগাইর বাজারের রাস্তার মাটি ভরাট, ব্লক সলিং, ইটের সলিং, আরসিসি ঢালাই ও টিউবওয়েল বসানোসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা হয়। বুধবার (২ আগস্ট) দুপুরে সিংগাইর কাঁচা বাজারে ফিতা কেটে উন্নয়ন কাজের উদ্বোধন করেন পৌর মেয়র আবু নাঈম মোঃ বাশার। পরে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। মোঃ আলী আকবরের সভাপতিত্বে ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল বারেক খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র আবু নাঈম মোঃ বাশার।

মেয়র আবু নাঈম মোঃ বাশার তার বক্তব্যে বলেন, আমি মেয়র নির্বাচিত হওয়ার পর পৌরসভার বিভিন্ন এলাকার রাস্তা-ঘাট ব্রিজ কালভার্ট, বিশুদ্ধ পানি, ড্রেনের ব্যবস্থাসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ হয়েছে। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশে উন্নয়ন হয়। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় আনতে হবে। সেই সাথে পৌরবাসীকে সকল প্রকার ট্যাক্স পরিশোধ করে পৌরসভার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার অনুরোধ জানান মেয়র বাশার।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিংগাইর পৌর সচিব ইরানি আক্তার, পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুস ছালাম খান, কাউন্সিলর রিয়াজুর ইসলাম, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ।

 

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..