ফেনীর ছাগলনাইয়া উপজেলার ৫ নং মহামায়া ইউনিয়নের চাঁদগাজী উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ০৮ ফেব্রুয়ারী বুধবার সকাল ১০টায় অত্র বিদ্যালয় ও কলেজ মাঠে,বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার মোট ৯০ টি ইভেন্টে ২৭০ জন,২০২২ সালে এসএসসি তে জিপিএ-৫ প্রাপ্ত ৫ জন শিক্ষার্থী, সচেতন অবিভাবক ৩ জন ও মেধা তালিকার ১২ জনকে পুরস্কৃত করা হয়।চাঁদগাজী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ তাহেরা বেগমের সভাপতিত্বে ও অত্র প্রতিষ্ঠানের প্রভাষক মোরশেদ আলম ও সহকারী শিক্ষক জাকির হোসেনের সঞ্চালনা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার
বিজয়দের হাতে পুরষ্কার তুলে দেন ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং চাঁদগাজী উচ্চ বিদ্যালয় ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি মেজবাউল হায়দার চৌধুরী সোহেল।
অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া উপজেলা উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার আল মমিন,ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ সুদ্বীপ রায়,৫ নং মহামায়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান মিনু,চাঁদগাজী উচ্চ বিদ্যালয় ও কলেজ পরিচালনা কমিটির বিদ্যুৎসাহী সদস্য আহমেদ মাহী রাসেল,অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন
ছাগলনাইয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মুন্সী মোরশেদ আলম ফেনী জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন- সম্পাদক ও ইউপি সদস্য জমির উদ্দিন বাবু,চাঁদগাজী উচ্চ বিদ্যালয় ও কলেজ পরিচালনা কমিটির সদস্য মোঃআবুল হোসেন,মোঃরাশেদ, মোঃজাহাঙ্গীর আলম ও শাহ আলম প্রমুখ,উপস্থিত ছিলেন বিভিন্ন জায়গা থেকে আসা আগত অতিথিবৃন্দ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী ও অবিভাবক সহ স্থানীয় এলাকাবাসী ও সাংবাদিকবৃন্দ।
এই ক্যাটাগরীর আরো খবর..