স্ত্রী ও মেয়েকে মারধর করায় ক্ষিপ্ত হয়ে মেঝো ভাই তোফায়েল আহম্মেদকে দা-দিয়ে আঘাত করে হত্যা করার অভিযোগ উঠেছে ছোট ভাই হোসেন আহম্মেদের বিরুদ্ধে।
বুধবার (৩০ নভেম্বর) রাত
৯ টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার (১২নং ওয়ার্ড) লাহারকান্দি এলাকায় দমদমা দীঘির পাড়ে এ ঘটনা ঘটে।
ঘাতক হোসেন আহম্মেদকে আটক করা হয়েছে।
নিহত তোফায়েল আহম্মেদ ও হোসেন আহম্মেদ একই এলাকার আব্দুল আজিজ দপাদার বাড়ীর মৃত মনতাজুর রহমানের ছেলে।
নিহত ও আটকের বিষয়টি নিশ্চিত করছেন শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল আলম।