শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৮:৪২ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
ভোলায় প্রেস ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয় ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস।। ভোলায় আয়োজিত হয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বক্তব্য প্রতিযোগিতা। লাখো জনতার ভালোবাসায় সিক্ত ভোলা-১ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব গোলাম নবী আলমগীর এয়োদশ জাতীয় নির্বাচনে ভোলার ৪ টি আসনে বিএনপির মনোনয়ন পেয়ে উচ্ছ্বসিত তৃণমূল বিএনপি। খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না এনসিপি : নাসীরুদ্দীন জোটের ১২ নেতাকে ‘গ্রিন সিগন্যাল’ দিল বিএনপি ঢাকা-১৭ আসনে প্রার্থী হবেন হিরো আলম সরিষাবাড়ীতে ৫৪তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মদনে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত লোহাগড়ার লাহুড়িয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত

লক্ষীপুরের চরবংশীতে সন্ত্রাসী মোস্তফা জিরাতী বাহিনীর অত্যাচারে বিধবা হালিমা এখন গৃহহারা।

লক্ষীপুর জেলা প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : শনিবার, ২৬ নভেম্বর, ২০২২

লক্ষীপুর জেলার রায়পুর উপজেলাধীন ২ নং চরবংশী ইউনিয়নের ১ নং ওয়ার্ড চরবংশী সাকিনের মৃত ফরিদ জিরাতীর বিধবা স্ত্রী ভূক্তভোগী হালিমা বেগম তার ২ টি মেয়ে ও ১ টি ছেলে নিয়া কোন রকমে মানবেতর জীবন যাপন করিতেছে। একই এলাকার মৃত চাঁনমিয়া জিরাতীর ছেলে ভূমি দূস্যু মোস্তফা জিরাতী দীর্ঘদিন যাবত বিধবা হালিমা বেগমকে তাহার মালিকীয় বসত বাড়ী হইতে উচ্ছেদ করার জন্য ষড়যন্ত্র করিয়া আসিতেছে। এবং বিগত ২০/১১/২২ ইং তারিখে ভূমি দূস্যু মোস্তফা জিরাতী সহ তাহার বাহিনীর অন্যান্য সন্ত্রাসীরা বিধবা হালিমা বেগমকে বেদম ভাবে মারধর করে গুরতরভাবে আহত করে এবং হালিমা বেগমের ঘরটি সম্পূর্ণ রুপে ভেঙ্গে ফেলে বিধবা হালিমার পরিবারকে গৃহহারা করে। পরে বিধবা হালিমা বেগমকে গুরতর আহত অবস্হায় রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায় যাহার জরুরী বিভাগের রেজি নং ১২৭৪৬/৮৫৭ তারিখ ২০/১১/২০২২ ইং। ভূক্তভোগী বিধবা হালিমাবেগম উক্ত বিষয়ে সন্ত্রাসী মোস্তফা জিরাতী সহ ৪ জনের বিরুদ্ধে রায়পর থানায় অভিযোগ দায়ের করে যাহার স্বারক নং ৩৮৭১ তাং ২১/১১/২২ ইং এবং পরে বিগত ২৩/১১/২২ ইং লক্ষীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট রায়পুর আদালতে একটি মামলা দায়ের করে যাহার সি,আর, নং ৮২৫/২২ইং। উক্ত মামলাটি আদালত রায়পুর থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার আদেশ প্রদান করেন। বর্তমানে সন্ত্রাসী মোস্তফা জিরাতীর ভয়ে পালিয়ে বেড়াচ্ছে। উক্ত বিষয়ে ভূক্তভোগী বিধবা হালিমা বেগম ইতিপূর্বে ও জেলা প্রশাসক পুলিশ সুপার রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওসি রায়পুর থানার নিকট উক্ত মোস্তফা জিরাতীর বিরুদ্ধে অভিযোগ করেন। বিধবা হালিমা বেগম এই বিষয়ে পুলিশ প্র্সাশনের হস্তক্ষেপ কামনা করছে। এই বিষয়ে অভিযুক্ত মোস্তফা জিরাতীকে মোবাইলে জিঙ্গাসা করিলে সে বলে যে অভিযোগটি সঠিক নয়।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..