শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ১১:৩২ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
নরসিংদীর শিবপুরে ১২ বছরের ছাত্রীকে ধর্ষণকারীকে আসামি গ্রেফতার করেছেন র‍্যাব আগামী ২৬ এপ্রিল অনুষ্ঠিত হবে প্রতিভা প্রকাশ লেখক সম্মিলন ২০২৫ গ্যাস সংকটে বন্ধ হয়ে গেল সিইউএফএল পিরোজপুর ঘুমের ঔষধ খাইয়ে পুত্রবধুকে ধর্ষণ করল শ্বশুর লোহাগড়ায় ছাত্রদলের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে খাবার পানি ও শিক্ষা উপকরণ বিতরন এসএসসি পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে প্রবেশ নিষেধ কলেজ ছাত্রীকে ধর্ষণ করে হত্যা,দেখে ফেলায়,নানা-নানী জনকে কুপিয়ে জখম বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান ও নোয়াখালী-২ আসনের সাবেক এমপি মোরশেদ আলমকে গ্রেপ্তার রায়পরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষে নিহতের জেরে বাড়িঘরে হামলা-অগ্নিসংযোগ লোহাগড়ায় নাশকতার মামলার আসামি আওয়ামীলীগের সেক্রেটারি খোকন চৌধুরী গ্রেফতার

সারাদেশে সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

সংগ্রাম প্রতিদিন ডেস্ক :
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২

দৈনিক সংগ্রাম প্রতিদিন জরুরী নিয়োগ চলছে।

মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ঢাকা থেকে প্রকাশিত,জাতীয়, দৈনিক সংগ্রাম প্রতিদিন৷ প্রিন্ট পত্রিকা ও অনলাইন সংস্করণ সম্পুর্ণ নতুন আঙ্গিকে বর্ধিত কলেবরে নিয়মিত প্রকাশিত হচ্ছে। পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার মানুষ।বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে,তরুণ.তরুনী,অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় দৈনিক সংগ্রাম প্রতিদিন পত্রিকার নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ এগিয়ে,

নিত্য নতুন সংবাদ আরও দ্রুততার সাথে জনমানুষের কাছে পৌঁছে দিতে আমরা সুযোগ দিতে চাই নির্ভীক,উদ্যমী এবং সাংবাদিকতা করতে ইচ্ছুক নবীনদের। সারাদেশে
(কলেজ- বিশ্ববিদ্যালয়, জেলা-উপজেলা ও থানা) পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

প্রয়োজনীয় যোগ্যতাঃ

আবেদনকারী,নতুনদের অগ্রাধিকার দেয়া হবে।

১ .প্রার্থীর যোগ্যতা কমপক্ষে:থানা:প্রতিনিধি.এইচএসসি-জেলা: প্রতিনিধি-ডিগ্রী পাশ হইতে হবে,

২ . সাংবাদিকতা করার প্রবল মানসিক ইচ্ছা থাকতে হবে।
৩ .অনুসন্ধানী মানসিকতা।পরিশ্রমী হতে হবে।

৪ .কোনটি সংবাদ আর কোনটি সংবাদ নয় সে সম্পর্কে ধারণা থাকতে হবে।

৫ . ভাষাগত দক্ষতা থাকতে হবে।

৬ .প্রতিটি নিউজ ও তথ্য,ছবি দ্রুত সংগ্রহ করে সাথে সাথে অফিসে ই-মেইল পাঠাতে হবে,

৭ .মাদক সংক্রান্ত বা চোরাকারবারি সাথে জড়িত থাকলে আবেদন করবেন না।

৮ .আপনি যদি যে কোনো জাতীয় পত্রিকার সাথে সংযুক্ত থাকেন,তাহলে আবেদন করবেন না

৯ .নতুন আগ্রহীরা আবেদন করুন। আবেদনের শেষ তারিখ আগামী ২০/৭/২২ ইংরেজি,

# আবেদন পাঠাতে আপনাকে যা করতে হবে,

#প্রথমে এই নম্বারে ফোন করে,01850007400 আপনার জেলা/উপজেলার প্রতিনিধি আছে কিনা যাচাই করুন,

• ছবিসহ জীবন বৃত্তান্ত পাঠাতে হবে আমাদের ই-মেইলেঃ sangrampratidin@gmail.com

• সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত ই-মেইল থেকে পাঠাতে হবে।

•ই-মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject,, লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি।

•নিউজের পাশাপাশি প্রতিনিধিদের পত্রিকার আয়ের একমাত্র উৎস বিজ্ঞাপন সংগ্রহে মনোযোগী হতে হবে।

• প্রার্থীদের মধ্যে থেকে নিয়োগপ্রাপ্ত জেলা/উপজেলা/ক্যাম্পাস প্রতিনিধিদের নিয়মিত সম্মানী বাবদ প্রতিনিধিদের নিজের পাঠানো বিজ্ঞাপনের আয়ের ৫০% মাসিক বেতন আকারে দেয়া হবে। বিজ্ঞাপন না দিলে কোন প্রকার বেতন পাবে না।

• নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজের ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে।
• অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে।
• চূড়ান্ত নিয়োগের পর আইডি কার্ড প্রদান করা হবে।
• প্রতিনিধিদের নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে।

বিঃদ্রঃ…. জাতীয় দৈনিক সংগ্রাম প্রতিদিন পত্রিকা কোন গ্রুপ কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থ দ্বারা পরিচালিত নয়। নিজস্ব আয়ে পত্রিকা পরিচালিত হয়। দৈনিক সংগ্রাম প্রতিদিন পত্রিকাকে নিজের পত্রিকা ভাবতে পারলেই আবেদন করবেন,

@ সরাসরি যোগাযোগ করবেন
সম্পাদক :এস,এম,রকিবুল হাসান মোবাইলঃ ০১৯১৩-০২৬ ৮৬১—০১৮৫০-০০৭৪০০
ই-মেইলঃ sangrampratidin@gmail.com

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..