“ফৌজদারি মামলায় কোর্ট পুলিশ ও লিগ্যাল এইড প্যানেল আইনজীবীর কর্তব্য ও করনীয় ” শীর্ষক জয়পুরহাটে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ৪ টায় জেলা লিগ্যাল এইড অফিসের আয়োজনে, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের কনফারেন্স রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান, জেলা ও দায়রা জজ মোঃ নুর ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ জাহাঙ্গীর আলম,সিনিয়র সহকারী জজ ও জেলা লিগ্যাল এইড অফিসার মোঃ সামিউল ইসলাম। লিগ্যাল এইড প্যানেল আইনজীবী, এ্যাডঃ মানিক হোসেন হোসেন, এ্যাডঃ মামুন কবির লাবু, কোর্ট পুলিশ পরিদর্শক আব্দুল লতিফ খাঁন, এ্যাডঃ আরাফাত হোসেন মুন, এ্যাডঃ খাদিজা ইসলাম সম্পা, এ্যাডঃ গোলাম সরোয়ার বকুল সহ প্যানেল আইনজীবী ও কোর্ট পুলিশরা।
সেমিনারে অসহায়-হতদরিদ্র মানুষ বিনা খরচে আইনের সেবা পেতে নানা দিক নির্দেশনা মুলক পরামর্শ ও আলোচনা করা হয়।