কুষ্টিয়ার খোকসা উপজেলার মাঠপাড়া গ্রামে এক হৃদয়বিদারক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। গত ১৪ অক্টোবর ২০২৫, বিকাল ০৪:৪৫ মিনিটে, খোকসা মাঠপাড়া গ্রামের জাহিদ ওরফে বুশের নির্মাণাধীন আধা-পাকা ঘরের বারান্দার দক্ষিণ পাশের রুমের ভেতর মৃত আছের আলীর ছেলে শাহিন হোসেন (৩৫)-এর মৃতদেহ পলিথিনে ঢাকা অবস্থায় উদ্ধার করে পুলিশ।
সংবাদ পেয়ে খোকসা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এ ঘটনায় নিহত শাহিনের স্ত্রী বাদী হয়ে খোকসা থানায় হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-০৪, তারিখ ১৫/১০/২৫, ধারা ৩০২/২০১/৩৪ পেনাল কোড)।
এরপর পুলিশ প্রযুক্তিগত তথ্যের ভিত্তিতে নিহত শাহিনের মোবাইলের সূত্র ধরে ১৬ অক্টোবর ২০২৫ তারিখে একই গ্রামের ওসমান আলীর ছেলে রাকিবুল ইসলাম ওরফে রাহুল (২১)-কে গ্রেফতার করে। গ্রেফতারের পর তার নিকট থেকে নিহতের তিনটি মোবাইল ফোন ও মানিব্যাগ উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে আসামি রাহুল ঘটনার পূর্ণ স্বীকারোক্তি দিয়ে জানায়, সে শাহিনের কাছ থেকে দুই পিস ইয়াবা নিয়ে সেবন করে, কিন্তু টাকা দিতে না পারায় শাহিন তাকে গালাগালি, হুমকি ও চড়-থাপ্পর মারে। এতে ক্ষুব্ধ হয়ে রাহুল আক্রোশের বশে নাইলনের রশি দিয়ে শাহিনের গলায় ফাঁস লাগিয়ে হত্যা করে।
এ বিষয়ে খোকসা থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম জানায়, আসামি বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করবেন
এবং তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।