মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১০:২৭ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
২৮ বছর পর আদালতের রায়ে ওয়ারিশের এক একর ৭৪ শতক জায়গা উচ্ছেদ অভিযান বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা বোঝা নয়, জাতির সম্পদ: সেলিম ফকির মাদরাসা যাওয়ার পথে বজ্রপাতে প্রাণ গেল কিশোরের অটোরিকশা তৈরির ওয়ার্কশপ ও চার্জিং স্টেশন বন্ধে শিগগিরই অভিযান শুরু হবে: ডিএনসিসি এজাজ তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনী দ্রুত পাসের দাবি ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু মিরপুরে ডিআরএসপি’র আওতায় ‘নিরাপদ পথচারী পারাপারে পাইলট প্রকল্প’ পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ সরওয়ার ধারের টাকা ফেরত চাইতে গিয়ে খুনের স্বীকার জাজিরা উপজেলার বি,কে,নগর ইউনিয়নের কামরুল চোকদার(২৩) পদত্যাগ করলেন কুয়েটের উপাচার্য ও উপ-উপাচার্য প‌রি‌বেশ বিষয়ক বিধানাবলী-পুস্ত‌কের মোড়ক উন্মোচন

ডেঙ্গু পরিস্থিতি পরিদর্শনে ময়মনসিংহ বিভাগীয় পরিচালক শেরপুরে 

মো: জুলহাস উদ্দিন হিরো, শেরপুর প্রতিনিধি।
  • আপলোডের সময় : রবিবার, ২৩ জুলাই, ২০২৩
 শেরপুরে হঠাৎ করেই ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় ২৫০ সয্যা শেরপুর জেলা সদর হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ড খোলা হয়েছে। এখানে ২৩ জুলাই পর্যন্ত মোট ২৫ জন রোগী ভর্তি রয়েছেন। এখানে প্রতিদিন গড়ে ৪/৫ জন রোগী ভর্তি হচ্ছে। তবে এদের বেশীর ভাগই তাদের কর্মক্ষত্র ঢাকা থেকে গ্রামের বাড়ি এসে ভর্তি হচ্ছে বলে রোগী সূত্রে জানাগেছে।
এদিকে ২৩ জুলাই রোবিবার দুপুরে ২৫০ সয্যা শেরপুর জেলা সদর হাসপাতালে ডেঙ্গু পরিস্থিতি দেখতে পরিদর্শনে আসেন স্বাস্থ্য বিভাগের ময়মনসিংহ বিভাগীয় পরিচালক ডা. শফিউর রহমান। তিনি এর আগে জামালপুর জেলার ২৫০ সয্যা হাসপাতাল পরিদর্শন শেষে শেরপুর আসেন।
এসময় তিনি ডেঙ্গু ওয়ার্ডের প্রতিটি রোগীর সাথে কথা বলেন এবং পরামর্শ দেন। তিনি রোগী পরিদর্শন শেষে স্থানীয় স্বাস্থ্য বিভাগের চিকিৎসক ও কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন।
এর আগে তিনি উপস্থিত সাংবাদিকদের জানায়, শুধু শেরপুর নয়, পুরো ময়মনসিংহ বিভাগের ডেঙ্গু রোগ নিয়ে উদ্বেগ হওয়ার কিছু নেই। পরিস্থিতি পুরোপুরি আমাদের নিয়ন্ত্রনে রয়েছে। রোগীদের সেবা দিতে আমাদের পর্যাপ্ত ডাক্তার, নার্স, ডেঙ্গু পরীক্ষার কীট ও ওষুধ রয়েছে। এখন শুধু প্রচারনামুলক সচেতনতামূলক কার্যক্রমে অংশ নিবেন এতেই ডেঙ্গু মশার বিস্তার রোধ করা সম্ভব।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য, ২৫০ সয্যার শেরপুর জেলা সদর হাসপাতালের পরিচালক ডা. জসিম উদ্দিন, সহকারী পরিচালক ডা. আল বেরুনী, আবাসিক কর্মকর্তা ডা. খাইরুল কবির সুমন প্রমূখ উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..