যশোর-খুলনা মহাসড়কের তালতলা পাওয়ার হাউজ এলাকার কাছে সড়ক দূর্ঘটনায় ট্রাক ড্রাইভার আব্দুর রউফ সরদার (৫০) নিহত ও হেলপার সাগর হাসান (২০) আহত হেয়েছ। পুলিশ সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার সকাল ৯ফেব্রুয়ারি সকাল ৬টার দিকে তালতলা পাওয়ার হাউজ এলাকার কাছে মহাসড়কে খুলনা থেকে যশোরের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি কাট বোঝাই ট্রাক (যশোর ট- ১১-৪২৭২) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি খাদে পড়ে যায়। এতে ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে উল্টে যায়।ঘটনা স্থানেয় ট্রাক ড্রাইভার আব্দুর রউফ সরদার নিহত হয়। আহত হয় ট্রাকটির হেলপার সাগর। সংবাদ পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনা স্থানে গিয়ে নিহত ট্রাক ড্রাইভার ও আহত হেলপারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে আসে। নিহত ট্রাক ড্রাইভার সাতক্ষীরা জেলার কাসমপুর এলাকার রজব আলী সরদারের পুত্র। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মডিকেল অফিসার ডা.নিলদ্রী সুদর কুন্ডু বলেন, হাসপাতালে আনার পূর্বেই ট্রাক ড্রাইভার আব্দুর রউফ সরদারের মৃত্যু হয়েছে। আহত হেলপার সাগরকে চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা এখন মোটামুটি ভাল। নওয়াপাড়া হাইওয় থানার ওসি মোঃ সিদ্দিকুর রহমান বলেন,তালতলা পাওয়ার হাউজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে পড়ে ড্রাইভার নিহত হয়েছে। ডায়রি অনুযায়ী লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করার পরে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।