প্রধানমন্ত্রীর স্বপ্ন “আমার গ্রাম, আমার শহর” বাস্তবায়নে এবার লক্ষ্মীপুর জেলার রায়পুুর উপজেলার ৪টি ইউনিয়নে গ্রামীণ স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে অনলাইন অ্যাম্বুলেন্স সার্ভিস ও গাড়ি হস্তান্তর উদ্বোধন করা হয়েছে সোমবার বিকেলে চরপাতা উপজেলা পরিষদ চেয়ারম্যান এর আঙ্গিনায়।
প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক ও স্বপ্ন যাত্রা এ্যাম্বুলেন্স এর পরিকল্পনাকারী মোঃআনোয়ার হোছাইন আকন্দ, অতিরিক্ত জেলা প্রশাসক নুর ই আলম, উপজেলা পরিষদ চেয়ার মামুনুর রশিদ, পৌর মেয়র গিয়াসউদ্দিন রুবেল, ইউএনও অনজন দাশ, চেয়ারম্যানদ্বয় সুলতান মামুনুর রশিদ , শাহিনুর বেগম রেখা ,ইউছুফ জালাল ও তাফাজ্জল হোসেন এ্যাম্বুলেন্সটি গ্রহণ করেন । রায়পুর উপজেলার ৪নং সোনাপুর, ৫নং চরপাতা, ৬নং কেরোয়া ও ৭নং বামনী ইউনিয়নবাসীর জন্য উপকৃত হবে বলে জানান উপস্থিত অতিথিরা।
এলজিএসপি-৩ ও স্থানীয় ইউনিয়ন পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানটি পরিচালনা হয়।