বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১০:৩৫ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
নরসিংদী জেলা বিএনপির উদ্যোগে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচীর উদ্বোধন লোহাগড়ায় জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত মদনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ভোলায় জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত আমরা প্রতিশোধের রাজনীতি করতে চাই না, আমরা প্রতিকার চাই, কালীগঞ্জে ফজলুল হক মিলন খুলনা-৫ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী হিসেবে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে ডাক পেলেন রুবায়েদ ও লবী‌। মির্জাপুরে গোলাপী বেগম নামে এক গৃহবধূর অর্ধগলিত লাশ উদ্ধার আবু বাকের মজুমদারকে লক্ষ্য করে ককটেল হামলা নেত্রকোণায় ‘সরকারি অ্যাম্বুলেন্স সেবা’ মিলছে না নড়াইলে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এইচ এম রাশেদ এর নেতৃত্বে গণমিছিল ও লিফলেট বিতরণ

কুমিল্লার দেবীদ্বারে বাবার মৃত্যুর ৪২ দিন পর ট্রাকের চাপায় প্রাণ গেল ভ্যানচালক পুত্রের।

মোঃওমর ফারুক দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২

মঙ্গলবার সকালে কুমিল্লা- সিলেট আঞ্চলিক মহাসড়কের কোম্পানিগঞ্জ গোমতী ব্রিজের পাশে ভিংলাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত মো. ফারুক মূন্সী (৩০) দেবীদ্বার উপজেলার বারুর গ্রামের মো. হোসেন মূন্সীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফারুক মূন্সী মঙ্গলবার সকাল ৯টায় দেবীদ্বার পৌর এলাকার পান্নারপোল মদিনা বেকারি থেকে ভ্যানযোগে মালামাল নিয়ে মীরপুর যাওয়ার পথে কোম্পানীগঞ্জ ব্রিজের কাছে জ্যামে আটকে পড়েন, হঠাৎ ভ্যানের সামনে থাকা ট্রাকটি পেছনের দিকে চাপ দিলে ভ্যান চালক ঘটনাস্থলেই পিষ্ট হয়ে মারা যান।

মদিনা বেকারির সত্ত্বাধিকারী মো. ইব্রাহীম মিয়ার ভাগিনা মো. আনোয়ার হোসেন জানান, বিগত চার-পাঁচ বছর ধরে নিহত ফারুক মূন্সী আমাদের দোকানে কাজ করতেন। তিনি শতকরা সাত টাকা কমিশনে বিভিন্ন মার্কেটে মালামাল বিক্রি করতেন। এতে দৈনিক তার চার-পাঁচশ টাকা আয় হতো। তিনি আজ সকালে দোকান থেকে মালামাল নিয়ে মিরপুর মার্কেটে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত হন।

এদিকে, নিহত ফারুক মূন্সীর বাড়িতে চলছে মাতম। নিহতের ছোট ভাই রাসেল মূন্সী জানান, পরিবারের একমাত্র উপার্জনক্ষম বাবা ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন রোগে ভুগে ৪২ দিন পূর্বে মারা যান। পরিবারের হাল ধরা বড় ভাইও আজ চলে গেলেন। এখন আমাদের গোটা পরিবার অন্ধকারে পড়ে গেছি।
ঘটনার সত্যতা স্বীকার করে মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি কামাল উদ্দিন জানান, লাশ পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে এবং দুর্ঘটনা-কবলিত ট্রাকটি আটক করা হয়েছে, যার নম্বর ঢাকা মেট্রো-ট ১৬-৫৭৫০। মামলার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..