কুমিল্লা নামে বিভাগ ঘোষণার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) কুমিল্লার নেতৃবৃন্দ। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকাল ৩টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, কুমিল্লা একটি ঐতিহ্যবাহী জেলা। জনসংখ্যা, শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি ও প্রশাসনিক দিক থেকে কুমিল্লা বিভাগ ঘোষণার পূর্ণ যোগ্যতা অর্জন করেছে। তাই অবিলম্বে কুমিল্লাকে বিভাগ ঘোষণা করা সময়ের দাবি।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন এবি পার্টি কুমিল্লা জেলার আহ্বায়ক মিয়া মোহাম্মদ তৌফিক, কুমিল্লা মহানগর আহবায়ক গোলাম মুহা. সামদানী, যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম রতন, মহানগর ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুল কাইয়ুম, জেলা যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহমুদ ভুঁইয়া রাসেল, ২ নং দুর্গাপুর ইউনিয়ন আহ্বায়ক মাছুম বিল্লাহ তুহিন, কাজী বেলাল হোসাইন, মহানগর সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন, মহানগর যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম শাহিন, ব্রাহ্মণপাড়া সহ-সমন্বয়ক জাকির হোসেন ভূঁইয়া, ১৬ নং ওয়ার্ডের আজাদ সরকার লিটন, ১৫ নং ওয়ার্ড আহ্বায়ক তোহিদুর রহমান, সদস্য সচিব মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান রায়হান, ১৭ নং ওয়ার্ড যুগ্ম আহ্বায়ক হিরন মিয়া, আলমগীর হোসেন, পেয়ার আহমেদ, মনু মিয়া, সদস্য সচিব রুবেল আহমেদ সেন্টু, ৮ নং ওয়ার্ড আহ্বায়ক নাজমুল হুদা, সদস্য সচিব শ্রীমান দেবনাথসহ বিভিন্ন নেতাকর্মী।
এ সময় আরো উপস্থিত ছিলেন সেলিম উদ্দিন, সালাউদ্দিন আহমেদ, গোলাম সরোয়ার বাচ্চু, সালেহ ইব্রাহিম ও কবি শিপন হোসেন মানব প্রমুখ।