মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০১:০২ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
ঢাকা-১৭ আসনে প্রার্থী হবেন হিরো আলম সরিষাবাড়ীতে ৫৪তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মদনে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত লোহাগড়ার লাহুড়িয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত নাগেশ্বরীতে বাজারে আগুন, অর্ধ কোটি টাকা ক্ষয়ক্ষতি লোহাগড়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা পেলো ৩’শ অসহায় ও দরিদ্র রোগী খোকসায় ডলফিন হত্যা করে টিকটকে ভিডিও প্রকাশের অপরাধে এক যুবক আটক! নরসিংদীতে ইসকন নিষিদ্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ নভেম্বরে গণভোট আয়োজন ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের দাবি ইসলামী আন্দোলনের নরসিংদী জেলা বিএনপির উদ্যোগে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচীর উদ্বোধন

বরুড়ায় শতাধিক ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

আরাফাত হোসেনঃ
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫

কুমিল্লার বরুড়ায় অসহায় ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে বরুড়া থানা প্রেসক্লাবের উদ্যোগে শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ চত্বরে অসহায় ও দুস্থ নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

বরুড়া থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুজন মজুমদার এর সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ সভায় সভাপতিত্ব করেন বরুড়া থানা প্রেসক্লাবের সভাপতি সোহেল খন্দকার।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার নু এমং মারমা মং। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া থানার ওসি(তদন্ত) মমিরুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি নু এমং মারমা মং বলেন, এই উদ্যোগের জন্য বরুড়া থানা প্রেসক্লাবের সদস্যদের ধন্যবাদ জানাই । এ ধরনের আয়োজন শীতার্ত অসহায় মানুষের সহায় হিসেবে কাজ করবে।

বরুড়া থানা প্রেসক্লাবের সভাপতি সোহেল খন্দকার বলেন, সাংবাদিকরা লেখনির মাধ্যমে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে থাকে। এছাড়াও সংগঠন ও আমাদের ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন সময়ে অসহায়-দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের সহায়তা করে আসছে। তারই অংশ হিসেবে আজকে শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আমাদের মূল উদ্দেশ্য হলো মানবসেবা। ভবিষ্যতেও এ ধরনের কল্যাণমূলক কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন বরুড়া থানা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দীন, প্রচার সম্পাদক সৌরভ লোধ, দপ্তর সম্পাদক রাকিবুল ইসলাম, নির্বাহী সদস্য মাহবুব কবীর, সদস্য আবুল হোসেন সাজু, কুদ্দুস মজুমদার, খোরশেদ আলম, জাহাঙ্গীর হোসেন মীর, তোফাজ্জল হোসেন প্রমুখ।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..