শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
সিংড়া বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ১৩টি দোকান ভূস্মীভূত  লোহাগড়ায় খুনের ঘটনার ৫ মাস পরেও থামছে না বাড়িঘর ভাংচুর ও লুটপাট, ভয় আর আতঙ্কে গ্রামছাড়া মানুষ  পাইকগাছায় লাইসেন্স বিহীন ঔষধ বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা  মাটির নিচে পালিয়ে থাকলেও খুঁজে বের করে বিচারের জায়গায় আনা হবে ইনশাআল্লাহ্ -মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী মোঃ আব্দুর রহমান মুরাদনগর উপজেলায় ২’শত ফুট লম্বা বাশেঁ সাকোঁ দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার করছে ২০ গ্রামের লক্ষাধীক মানুষ। নেত্রকোণায় বৃষ্টির আশায় ইসতিসকার নামাজ আদায় সিংড়া থানা পুলিশ কর্তৃক চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার- ২ বাউফলে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ  ঈদগাঁও উপজেলা নির্বাচনে ভোট যুদ্ধে ৪ হেভিওয়েট প্রার্থী।  লোহাগড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী তারিকুল ইসলাম উজ্জলের গণসংযোগ 

লালমনিরহাটে ৫ সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা সাংবাদিক মহলে ক্ষোভ,

মোস্তাফিজুর রহমান মোস্তাফা লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : শুক্রবার, ১২ আগস্ট, ২০২২

শুক্রবার (১২আগস্ট) বিকেলে লালমনিরহাটের সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নে সংবাদ সংগ্রহ করতে গেলে ৪ সাংবাদিকের ওপর অতর্কিত সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৪ সাংবাদিক আহত হয়েছে। তাদেরকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছ। উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য আজিজুর রহমান মন্ডলের ছেলে সাহেব মন্ডলের নেতৃত্বে ইউনিয়নের সাকোরপাড় দিনাদুলি গ্রামের ২০/২৫ জনের একটি সন্ত্রাসী দল অতর্কিত হামলা চালিয়ে যমুনা টিভির সাংবাদিক আনিছুর রহমান লাডলা, প্রথম আলোর সাংবাদিক আবদুর রব সুজন , এখন টেলিভিশনের সাংবাদিক মাহফুজুল ইসলাম বকুল ও যমুনা টিভির ক্যামেরা পারসন আহসান সাকিব আহত হন।
এ সময় যমুনা টিভির সাংবাদিক আনিছুর রহমানের দামি ভিডিও ক্যামেরা, ট্রাইপট ও হেলমেট কেড়ে নিয়ে ভাংচুর করা হয়েছে।
আহত চার সাংবাদিক শুক্রবার সন্ধ্যায় লালমনিরহাট সদর হাসপাতালের জরুরি বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

জানতে চাইলে যমুনা টেলিভিশনের লালমনিরহাট জেলা প্রতিনিধি আনিসুর রহমান লাডলা জানান,নারী ঘটিত একটি ঘটনার সংবাদ সংগ্রহ করে ফেরার পথে সংঘ বদ্ধ ভাবে ১৫-২০ জন আমাদের ওপর হামলা চালায়। আমি সহ ৪ জন সাংবাদিক আহত হয়ে সদর হাসপাতালে ভর্তি আছি।
সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির ছেলের নেতৃত্বে হামলায় লালমনিরহাটের পঞ্চগ্রামে চার সাংবাদিক আহত হওয়ার সংবাদ পেয়ে লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি আসাদুল হাবিব দুলু তাদের দেখতে সদর হাসপাতালে যান৷ অপরাধিদের দৃষ্টান্তমুলুক বিচার দাবি করেন। অপরদিকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান হাসপাতালে আহত সাংবাদিকদের খোঁজ খবর নেন। তিনি বলেন, দায়ীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্হা নেওয়া হবে। এছাড়াও জেলার সকল সাংবাদিক সংগঠন নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে। এবং আল্টিমেটাম দিয়ে তাদের আইনের আওতায় আনা দাবি করছে। তা-না হলে বৃহত্তর আন্দোলনে যাবে সকল সাংবাদিক। লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এরশাদুল আলম জানান,এ ঘটনায় ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সাংবাদিক দের মালামাল কচুক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।
একই দিনে সরকারি গাছ কাঁটার ছবি তুলতে গেলে জেলার হাতীবান্ধা উপজেলায় দৈনিক আজকের পত্রিকা প্রতিনিধি রবি কে কেমেরা মোবাইল মোটরসাইকেল ভাংচুর করে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..