মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪৫ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
ডিসি,পদে নিয়োগ বঞ্চিত অভিযোগ তুলে সচিবালয়ে হট্টগোল বাগেরহাটের রামপালে জাতীয়তাবাদী ছাত্রদলের শান্তি-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোণায় ভারতীয় ২৭৪বস্তা চিনি জব্দ  উপটুয়াখালী মাদরাসা সুপারের পদত্যাগের দাবিতে ক্লাস বর্জনসহ ও মানববন্ধন   যুক্তরাষ্ট্রের টি-টেন লিগে, মাশরাফীসহ ৮ বাংলাদেশি ক্রিকেটার শেখ হাসিনার বিচার, সরাসরি সম্প্রচার করা হবে. রাষ্ট্রের সংস্কার ও পুনর্গঠনের লক্ষ্য নিয়ে গঠিত হলো জাতীয় নাগরিক কমিটি আওয়ামী লীগ সরকারের আমলে গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে গণবিজ্ঞপ্তি জারি করার সিদ্ধান্ত, বগুড়ায় হিরো আলমকে কান ধরিয়ে ওঠবস করানোর ও মারধর করার অভিযোগ  পুলিশ কোন দলের না, পুলিশ রাষ্ট্রের পুলিশ সুপার তৌহিদুল আরিফ

ক্ষেতলালে প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে একজন আটক

নিরেন দাস,জয়পুরহাট প্রতিনিধিঃ-
  • আপলোডের সময় : বুধবার, ২৫ মে, ২০২২

জয়পুরহাটের ক্ষেতলালে ২২ বছর বয়সী এক মানসিক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা দায়েরসহ একজনকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার সন্ধ্যায় কোন এক সময় প্রলোভন দেখিয়ে জোর পূর্বক ধর্ষণ করে উপজেলার বড়তারা কুঠিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বুধবার সকালে ক্ষেতলাল থানায় মামলা করেছেন ধর্ষিতার মা খোতেজা বেগুম৷

ভুক্তভোগীর পরিবার বলেন,গত মঙ্গলবার রাত দুইটায় বাড়ির পাশে একটি মাঠে অসুস্থ অবস্থায় খুজে পাই আমার মেয়েকে আমি মেয়েকে বাড়ির গেটে দাঁড়িয়ে থাকতে দেখি আর আমি ভাত পাক করিতেছি কিছুক্ষন পর দেখি আমার মেয়ে নেই সুন্ধ্যা থেকে গভির রাত পর্যন্ত প্রতিবন্ধির পরিবার অনেক খোজা খুজির পরে বাড়ির বাহিরের মাঠে রাত আনুমানিক ২ টার সময় দেখতে পান৷ মেয়েকে জিঙ্গাসা করিলে তার মা বাবাকে ঘটনা বলে৷

আটককৃত মোঃ সাকিব (১৯ ) বড়তারা গ্রামের সাহারুল ফকিরে ছেলে৷

পরে বিষয়টি স্থানীয় মুরব্বিদের জানালে তাঁরা এ বিষয়ে কোনো দায়িত্ব নিতে অস্বীকৃতি জানান। ভুক্তভোগী প্রতিবন্ধির বাবা। খবর পেয়ে ভুক্তভোগী প্রতিবন্ধি মেয়ে ও তার পরিবারের সদস্যদের থানায় নিয়ে মামলা করতে বলে। বুধবার দুপুরে এ ব্যাপারে মামলা দায়ের করে প্রতিবন্ধির মা।

আটককৃত সাকিবের বোন সাহানাজ পারভিন বলেন, আমার ভাই ৮ম শ্রেনিতে পড়াশুনা করে আমাদের সাথে একটু দন্দ থাকার কারনে আমার ভাইকে পরি কল্পিত ভাবে এই ধর্ষন মামলায় আমার ভাইকে ফাঁসানো হয়েছে৷৷

ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) রওশন ইয়াজদানি (দৈনিক সংগ্রাম প্রতিদিন)কে জানান, প্রতিবন্ধী ধর্ষণের শিকার হয়েছে, নাকি ধর্ষণচেষ্টা করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি, তবে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা হয়েছে। আমরা আসামিকে আটক করা হয়েছে এবং প্রতিবন্ধিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে৷

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..