“সমবায়ের ভিত্তিতে উন্নয়নের অগ্রযাত্রা”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হলো ৫৪তম জাতীয় সমবায় দিবস। এ উপলক্ষে শনিবার (১ নভেম্বর ২০২৫) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মোহছেন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জনাব লিজা রিছিল, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মোহাম্মদ হাবিবুর রহমান এবং সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ রাশেদুল হাসান।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় অফিসার জনাব মোঃ হাবিবুল্লাহ। আলোচনায় বক্তারা বলেন, সমবায় হচ্ছে জনগণের অর্থনৈতিক মুক্তির অন্যতম হাতিয়ার। গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে ও সমাজে সুষম উন্নয়ন নিশ্চিত করতে সমবায় আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি, জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এই কর্মসূচির আয়োজন করে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ, সরিষাবাড়ী, জামালপুর।