রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০৭:৫৩ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
তারেকের উদ্দেশে ইসি সচিব-‘৫২২ ঘণ্টা হলেও কিছু করার নেই’ ঢাকা থেকেই নির্বাচন করার ঘোষণা আসিফ মাহমুদের ভোলায় প্রেস ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয় ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস।। ভোলায় আয়োজিত হয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বক্তব্য প্রতিযোগিতা। লাখো জনতার ভালোবাসায় সিক্ত ভোলা-১ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব গোলাম নবী আলমগীর এয়োদশ জাতীয় নির্বাচনে ভোলার ৪ টি আসনে বিএনপির মনোনয়ন পেয়ে উচ্ছ্বসিত তৃণমূল বিএনপি। খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না এনসিপি : নাসীরুদ্দীন জোটের ১২ নেতাকে ‘গ্রিন সিগন্যাল’ দিল বিএনপি ঢাকা-১৭ আসনে প্রার্থী হবেন হিরো আলম সরিষাবাড়ীতে ৫৪তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

নড়াইলের ভদ্রবিলা ইউপিতে নৌকার চেয়ারম্যান প্রার্থী ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকে মামলা।

শরিফুজ্জামান নড়াইলঃ
  • আপলোডের সময় : বুধবার, ১০ নভেম্বর, ২০২১

নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নে আওয়ামীলীগের মনোনিত প্রার্থী সৈয়দ আবিদুল ইসলাম ও তার স্ত্রী ইসরাত জাহান সহেলীর বিরুদ্ধে দূর্নীতি দমন কমিশনে (দুদক) মামলা হয়েছে। গত ৮ নভেম্বর বিকেলে দুদকের যশোর সমন্বিত জেলা কার্যালয়ে, ঐ কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মোশাররফ হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আবিদুল ইসলাম সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়ন পরিষদ(ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামিলীগের মনোনীত নৌকার প্রার্থী। বৃহস্পতিবার (১১নভেম্বর) নড়াইল সদর উপজেলার ১১ টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আবিদুল ইসলাম ঐ ইউনিয়নের পাইকড়া গ্রামের মৃত সৈয়দ আকবর আলীর ছেলে।নড়াইল সদর উপজেলা আওয়ামিলীগের সদস্য। তিনি ঢাকায় ব্যাবসা করেন। গত ইউপি নির্বাচনে তিনি নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করে পরাজিত হন। দুদক সূত্রে জানা গেছে, ২০১৯ সালের একটি অভিযোগের ভিত্তিতে দুদক ২০১০ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত তাদের সম্পদের অনুসন্ধান করা হয়। অনুসন্ধানে সৈয়দ আবিদুল ইসলামের ৫ কোটি ৪৫ লাখ ৫৬ হাজার টাকা এবং তার স্ত্রী ইসরাত জাহান সহেলীর ৮০ লক্ষ ৯৬ হাজার ২৭১ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ থাকার তথ্য পাওয়া যায়। দুদকের যশোর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ নাজমুচ্ছায়াদাত জানান, জ্ঞাত আয় বহির্ভূত ওই সম্পদ অর্জনের তথ্য পেয়ে তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..