দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধিঃকুষ্টিয়ার দৌলতপুরে চিলমারীর চরে বন্যার পানিতে ডুবে দুই শিশু সহ ফিলিপ নগর ইউনিয়নে এক জনের মৃত্যু হয়েছে। বুধবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলার চিলমারী ইউনিয়নের দক্ষিণ খারিজারথাক গ্রামে বাড়ির পাশের জলাশয়ে ডুবে সিয়াম (৭) ও ঝুমা আক্তার (৭) নামে দুই শিশু সহ ফিলিপ নগর কামারপাড়া গ্রামে, মেঃ ওমর কামারের ছেলা, সুজন (৩০) সহ মোট তিন জন মারা যায়।
নিহত শিশু সিয়াম একই গ্রামের ছিদ্দিক মোল্লার ছেলে ও ঝুমা আক্তার মনি জমাদারে মেয়ে।
চিলমারী ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ আহমেদ জানান, বন্যার পানিতে বাড়ির আশপাশের জলাশয় ভরে উঠলে সেই পানিতে খেলতে গিয়ে দক্ষিণ খারিজারথাক গ্রামের ছিদ্দিক মোল্লার ছেলে সিয়াম ও মনি জমাদারে মেয়ে ঝুমা আক্তার ডুবে যায়। বাড়ির লোকজন তাদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এদিকে, ফিলিপ নগর ইউনিয়ন চেয়ারম্যান, এ,কে,এম,ফজলুল হক কবিরাজ জানাই,সুজন পদ্মা নদীতে পাট ধুয়ার সময় তলিয়ে যায় পরে এলাকার লোকজন খোজ খবর করে নদীতে নেমে তার মরদেহ উদ্ধার করে।