বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:১৯ অপরাহ্ন , ই-পেপার

পাইকগাছায় ‘অদম্য নারী পুরস্কার’ পাচ্ছেন ৫ নারী

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি মোঃ শাহাদাত হোসাইন
  • আপলোডের সময় : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৫ উপলক্ষে পাইকগাছার পাঁচ নারীকে দেওয়া হচ্ছে “অদম্য নারী পুরস্কার-২০২৫”। আজ ৯ ডিসেম্বর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে এসব নারীর হাতে আনুষ্ঠানিকভাবে সম্মাননা তুলে দেওয়া হবে।

পুরস্কারপ্রাপ্ত ৫ নারী ও তাদের ক্যাটাগরি

১️⃣ অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী

গোপালপুর গ্রামের মেহেদী হাসানের সহধর্মিণী
হাবিবা আক্তার রিতি (২২)
নিজ বাড়িতে রঙিন অ্যাকুরিয়াম ফিশ ও কোয়েল পাখির বাচ্চা উৎপাদন করে সফল নারী উদ্যোক্তা হিসেবে পরিচিতি অর্জন করেছেন।

২️⃣ শিক্ষা ও চাকরিক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী

বাতিখালী গ্রামের আমিন উদ্দিন সানার মেয়ে
সুজাতা আমিন (২৯)
বর্তমানে তিনি সহকারী জজ হিসেবে গোপালগঞ্জে কর্মরত রয়েছেন।

৩️⃣ নির্যাতনের বিভীষিকা পেরিয়ে নতুন জীবনে পথচলা নারী

কমলাপুর গ্রামের বদরুদ্দোজা সানার মেয়ে
নাসরিন খাতুন (৩২)
দর্জি কাজ ও ক্ষুদ্র ব্যবসার মাধ্যমে তিনি আর্থিকভাবে ঘুরে দাঁড়িয়েছেন।

৪️⃣ সফল জননী নারী

শ্রীকণ্ঠপুর গ্রামের মৃত আব্দুস সামাদ আজাদের সহধর্মিণী
ফিরোজা খাতুন (৫৫)
তার তিন সন্তানের মধ্যে দুই ছেলে বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং মেয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন।

৫️⃣ সমাজ উন্নয়নে বিশেষ অবদান রাখা নারী

চর লক্ষ্মীখোলা গ্রামের বিপ্লব কান্তি সরকারের সহধর্মিণী
তেরেজা গোমেজ (৩৭)
হস্তশিল্প ও প্রশিক্ষণের মাধ্যমে তিনি এলাকার বহু নারীকে স্বাবলম্বী হতে সহায়তা করছেন।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার জানান, আজকের অনুষ্ঠানে পাঁচ নারীকে আনুষ্ঠানিকভাবে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..