সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ১১:১২ অপরাহ্ন , ই-পেপার

কালিয়াকৈর সফিপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ দোকান পুড়ে ছাই।

স্টাফ রিপোর্টার
  • আপলোডের সময় : সোমবার, ১২ জুলাই, ২০২১

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজারের রতনপুর সড়কের মাথায় রবিবার (১১ জুলাই) রাত আটটার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
তবে এ ঘটনায় হতাহতের ঘটনা ঘটেনি। স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্র জানায় ,রোববার আটটার দিকে দিকে বাচ্ছু মিয়ার মার্কেটের একটি লেপ তোষকের দোকান থেকে এই আগুনের সূত্রপাত হয়।

পরে মূহুর্তের মধ্যেই আগুনের লেলিহানশিখা পাশের একটি খাবার হোটেল , একটি জুতার দোকান ও একটি গুডাউনসহ তিন দোকানে আগুন ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে এক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় ফায়ার কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা, কবিরুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..