রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫১ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের সাবেক ডিআইজি নাহিদুল ইসলাম গ্রেপ্তার নেত্রকোণায় মাদক ও বাল্যবিয়েকে লাল কার্ড প্রদর্শন করলো শিক্ষার্থীরা ডাকসুর ভোট গণনা দেখা যাবে সরাসরি লাইভে আজ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, দেখা যাবে বাংলাদেশ থেকেও কালীগঞ্জে ৩৮০০ পিচ ইয়াবা সহ শীর্ষ মাদক ব্যবসায়ী আরিফুল ও আরিফ গ্রেপ্তার নড়াইল-২ আসনে এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের গণসংযোগ ও লিফলেট বিতরণ পল্লী বিদ্যুৎ গণছুটি ঘোষণা দিয়ে ৮০৯ কর্মকর্তা-কর্মচারীর কর্মস্থল ত্যাগ ১২ ঘন্টার মধ্যে নড়াইলের চাঞ্চল্যকর গৃহবধূ মুন্নি খানম হত্যা মামলার রহস্য উন্মোচন আজ সুবর্ণচরে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। আশ্রয়প্রার্থী নিয়ে কড়াকড়ি: শিক্ষার্থী থেকে ইংলিশ চ্যানেল হয়ে আসা আশ্রয় সব ক্ষেত্রেই কঠোর অবস্থান যুক্তরাজ্যের

সিলেটের ঘর ভাঙ্গার ভিডিও ভাইরাল থানায় মামলা।আটক ৬,

স্টাফ রিপোর্টার
  • আপলোডের সময় : রবিবার, ১১ জুলাই, ২০২১

সিলেটের কানাইঘাটে দা, বাঁশ দিয়ে ঘর ভাঙ্গার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের মধ্যে হামলার ঘটনা ঘটেছে সিলেটের কানাইঘাট।

হামলার প্রতিপক্ষের পুরুষ ও মহিলারা ঘর,দরজা ভেঙ্গে দিয়েছেন। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার বিকেলে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শনিবার সকাল থেকে একটি ভাইরাল হতে থাকে।

এ ঘটনায় গত ৯/৭/২১ইং তারিখে শনিবার সকালে কানাইঘাট থানায় মামলা দায়ের করেছেন কানাইঘাটের লক্ষীপাশা পূর্ব ইউনিয়নের কাড়াবাল্লা গ্রামে মইনুদ্দিন লুকু। জানা যায়, কাড়াবাল্লা গ্রামের মইনুদ্দিন লুকু ও সালেহা বেগম সম্পর্কে তারা চাচাতো ভাই বোন।

দীর্ঘদিন থেকে তাদের মধ্যে জায়গা,সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছি। বিরোধ পূর্ণ জায়গায় একটি টিনের ঘর নির্মাণ করেন মইনুদ্দিন লুকু। প্রতিপক্ষ সালেহা বেগম ও সন্তানেরা ওই টিনের ঘরই ভেঙ্গে ফেলেন।

ভিডিওতে দেখা যায়, সালেহা বেগম ও তার ছেলে,মেয়েরা মিলে দা, বাঁশ দিয়ে টিনের ঘরে ভাঙচুর করে। এসময় ওই জায়গার বিভিন্ন ধরনের গাছ,পালা কেটে ফেলেন তারা। কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম পিপিএম জানান, এ ঘটনায় মইনুদ্দিন লুকু বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং- ১১।

মামলার আসামীদের ধরতে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এবং আসামীদের ধরতে অভিযান অব্যাহত থাকবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..