বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ০৮:১৫ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
লোহাগড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত পরীক্ষা শুরুর আগেই ফেসবুকে মিলল উত্তরপত্র, তদন্ত কমিটি গঠন জেলা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু মদনে মহিউদ্দিন মার্কেটে ভয়াবহ আগুনে ১৩ দোকান পুড়ে ছাঁই মির্জাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী ২০২৫ অনুষ্ঠিত সুবর্ণচর উপজেলাতে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করলো প্রাণীসম্পদ বিভাগ। নড়াইলে দুর্বৃত্তের হামলায় গাছ ব্যবসায়ী নিহত হারিয়ে যাওয়া টাকা মালিককে ফিরিয়ে দিলো চরজব্বর থানা পুলিশ সবাইকে কাঁদিয়ে চলে গেলেন দক্ষিণ বাংলার কিংবদন্তি সাংবাদিক এম হাবিবুর রহমান।। কালীগঞ্জে বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষের পক্ষে উঠান বৈঠক

জেলা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু

মিজানুর রহমান জেলা প্রতিনিধি টাঙ্গাইল
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

২৬ নভেম্বর বুধবার টাঙ্গাইল জেলা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামীলীগ নেতা সুলতান মিয়া মৃত্যু বরণ করেন।

জানা গেছে, টাঙ্গাইল জেলাধীন মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন সুলতান মিয়া। তিনি গোড়াই ইউনিয়নের হরির পাড়া গ্রামের মৃত আজমত আলীর ছেলে।

গত বছর ৪ আগস্ট ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন গোড়াই হাইওয়ে থানা সংলগ্ন এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে পুলিশের ছররা গুলিতে লালবাড়ি গ্রামের হিমেলের দু চোখ অন্ধ হয়। হিমেলের মা নাছিমা বেগম বাদী হয়ে পুলিশ, সাংবাদিক ও আওয়ামী লীগ নেতাসহ ১০০ জনের নাম উল্লেখ সহ আরও ৪০০/ ৫০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন। মামলার এজাহারভূক্ত আসামি হিসেবে ২৮ অক্টোবর সুলতান মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।পরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।

গতকাল বুধবার রাতে বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করলে চিকিৎসার জন্য টাঙ্গাইল কারা কর্তৃপক্ষ সুলতান মিয়াকে টাঙ্গাইল জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসারত অবস্থায় হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়।

এ বিষয়ে জানতে চাইলে মৃত সুলতান মিয়ার ছেলে মনির হোসেন শিমুল বলেন,গতকাল কারা কর্তৃপক্ষের মাধ্যমে আমার বাবার অসুস্থতার সংবাদ পেয়ে আমি নগদে ৫০০টাকা তার চিকিৎসার জন্য পাঠাই। সকালে জানতে পারি আমার বাবা আর বেঁচে নেই। বন্দি থাকার কারণে আমি আমার বাবার সুচিকিৎসার কোন ব্যবস্থাই করতে পারিনি। ছেলে হিসেবে এটি আমার জন্য অত্যন্ত কষ্টের বিষয়।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..