মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৭ অপরাহ্ন , ই-পেপার

বিজয় দিবসকে বিকৃত করার অপচেষ্টা রুখতে হবে : আব্দুল কাইউম মোল্লা

নাসির উদ্দিন | নরসিংদী জেলা প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

নরসিংদীর ভগীরথপুর হাজী লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয়-এ মহান বিজয় দিবস উপলক্ষে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

অনুষ্ঠানে ছিল আলোচনা সভা, দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ক্রীড়ানুষ্ঠান, প্রীতি ফুটবল ম্যাচ, পুরস্কার বিতরণ, মিলাদ ও দোয়া মাহফিল।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিদ্যালয়ের সাবেক সভাপতি ও নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুল কাইউম মোল্লা বলেন, “মহান বিজয় দিবস আমাদের রক্ত, ত্যাগ ও তিতিক্ষার ফসল। এ দিনটিকে স্মরণে রাখাই আমাদের দায়িত্ব। বর্তমানে অনেকে বিজয় দিবসকে বিকৃত করতে চাচ্ছে—এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।”
তিনি আরও বলেন, “নতুন প্রজন্মকে বিজয় দিবসের চেতনা ধারণ করে মুক্তিযোদ্ধাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে ভালোবাসা, সম্প্রীতি, সহানুভূতি ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর হোসেন। শুভ উদ্বোধন করেন মোক্তাদিন ডাইং-এর ব্যবস্থাপনা পরিচালক মোক্তাদিন হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ও শেখের চর বাজার বণিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক এম এস আলম মোল্লা।
এছাড়া বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আমিন উদ্দিন এবং সিনিয়র শিক্ষকবৃন্দ জহিরুল ইসলাম ও সাইফুল ইসলামসহ অন্যান্য শিক্ষকরা।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক মৌলভী মোঃ সোহরাফ হোসেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..