 
																
								
                                    
									
                                 
							
							 
                    কুষ্টিয়ার খোকসা উপজেলায় এক যুবক বিলুপ্তপ্রায় জলজ প্রাণী ডলফিন (শুশুক) হত্যা করে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে ভিডিও প্রকাশের অভিযোগে গ্রেফতার হয়েছেন।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (৩০ অক্টোবর ২০২৫) সকাল ৯টার দিকে খোকসা থানার আমবাড়ীয়া গ্রামে। আসামির নাম মোঃ সাদ্দাম হোসেন (৩০), পিতা মোঃ আঃ আওয়াল, সাং আমবাড়ীয়া পূর্বপাড়া, থানা খোকসা, জেলা কুষ্টিয়া।
সাদ্দাম হোসেন ডলফিন (শুশুক) হত্যা করে তার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। এতে তিনি বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ এর ৩৭ ও ৪১ ধারা ভঙ্গ করেছেন বলে জানা গেছে।
ঘটনার পর বনবিভাগের এক কর্মকর্তা বাদী হয়ে খোকসা থানায় মামলা নং-০৮, তাং-৩০/১০/২০২৫ খ্রিঃ দায়ের করেন। পরে পুলিশের একটি দল অভিযান চালিয়ে রাত আনুমানিক ১১টার দিকে খোকসা কলেজ রোড এলাকা থেকে আসামিকে গ্রেফতার করে।
পরবর্তীতে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম
বনবিভাগ সূত্রে জানা যায়, ডলফিন বা শুশুক বাংলাদেশের অন্যতম সংরক্ষিত জলজ প্রাণী। এদের হত্যা বা শিকার করা আইনত দণ্ডনীয় অপরাধ।