শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ১২:৪৫ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
লাখো জনতার ভালোবাসায় সিক্ত ভোলা-১ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব গোলাম নবী আলমগীর এয়োদশ জাতীয় নির্বাচনে ভোলার ৪ টি আসনে বিএনপির মনোনয়ন পেয়ে উচ্ছ্বসিত তৃণমূল বিএনপি। খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না এনসিপি : নাসীরুদ্দীন জোটের ১২ নেতাকে ‘গ্রিন সিগন্যাল’ দিল বিএনপি ঢাকা-১৭ আসনে প্রার্থী হবেন হিরো আলম সরিষাবাড়ীতে ৫৪তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মদনে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত লোহাগড়ার লাহুড়িয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত নাগেশ্বরীতে বাজারে আগুন, অর্ধ কোটি টাকা ক্ষয়ক্ষতি লোহাগড়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা পেলো ৩’শ অসহায় ও দরিদ্র রোগী

নরসিংদীতে রিক এর আয়োজনে দুইদিন ব্যাপী প্রবীণ দিবস পালন।

নাসির উদ্দিন : নরসিংদী জেলা প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

“একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো, সযত্নে তোমায় রাখবো আগলে”। এ প্রতিপাদ্যে নরসিংদীতে ৩৫ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে ৭ অক্টোবর মঙ্গলবার সকালে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর সহযোগিতায় নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়ের সমূখে ১ম দিন র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ও ২য় দিন ৮ অক্টোবর সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে যুব প্রশিক্ষণ কেন্দ্র হল রুমে।
র‍্যালী ও আলোচনা সভায় আরো অংশগ্রহণ করেন বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান(বাইগাম)।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনোয়ার হোসাইন। সভাপতিত্ব করেন জেলা সমবায় কার্যালয়ের উপ-পরিচালক মাসুদুল হাসান তাপস। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ কলিমুল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মোহাম্মদ সামসুজ্জামান। জেলা সমাজসেবা কর্যালয়ের অফিসার(রেজিষ্ট্রেশন) সুরভি আফরোজ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি মুক্তিযোদ্ধা শাহ জাহান ভূইয়া, রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর(আইএসএইচসি) সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, প্রবীণ হিতৈষী সংঘের সদস্য গোলাম মাওলা, রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)(আইএসআইজিওপি) কোষাধ্যক্ষ আহসানউল্লাহ, দেশ গড়ি সংগঠনের সভাপতি আমিনুল হক বাচ্চু, পাপড়ির নির্বাহী সম্পাদক আব্দুল বাছেদ। বক্তারা বলেন প্রবীণদের জন্য স্বাস্থ্য কার্ড, প্রবীণদের জন্য ভাতা বৃদ্ধি, প্রবীণদের জন্য পরিবহনে নির্ধারিত আসন রাখা, পরিবহনে ভাড়া শিথিল করা, বিভিন্ন সরকারি অনুষ্ঠানে প্রবীণদের দাওয়াত দেওয়া, বিনোদন মূলক অনুষ্ঠানে প্রবীণদের অংশগ্রহণ নিশ্চিত করা সহ অন্যান্য দাবী জানানো হয়। আরো উপস্থিত ছিলেন মহিলা বিষয় অধিদপ্তর ইন্সষ্ট্রাক্টর মোহাম্মদ কামরুজ্জামান সরকার, পাঁচদোনা (আইএসএইচসি) ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, আমদিয়া (আইএসএইচসি) ক্লাবের সভাপতি দেলোয়ার হোসেন দেলু, রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) ম্যানেজার আব্দুল হালিম, এরিয়া ম্যানেজার দেলোয়ার হোসেন, নরসিংদী সদর সাব ডিস্ট্রিক্ট কোর্ডিনেটর (আইএসআইজিওপি) নুর মোহাম্মদ, মনিটরিং ফেসিলেটর আমজাদ হোসেন এবং ইয়াকুব মাঝি সহ (আইএসএইচসি) ১২টি ক্লাবের সদস্য বৃন্দ সহ বিভিন্ন সংগঠনের প্রবীণ ব্যাক্তিবর্গ। আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যায় সংগীত পরিবেশন করেন প্রবীণ ও নবীন শিল্পী বৃন্দ।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..