সেপ্টেম্বর / ২০২৫ মাসের কর্ম মুল্যায়নের স্বীকৃতি স্বরুপ নরসিংদী জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন মাধবদী থানার এসআই ( নি:) ইউসুফ আহম্মেদ। ১৫ / ১০ / ২৫ অদ্য মাসিক কল্যাণ সভায় সেপ্টেম্বর / ২০২৫ খ্রিঃ মাসের কর্মমুল্যায়নে শ্রেষ্ঠ এসআই ( নিঃ) নির্বাচিত হওয়ায় উত্তম কাজের স্বীকৃতি স্বরুপ মনোবল, পেশাদারিত্ব ও কর্মদ্দীপনা আরো বৃদ্ধি করার মর্মে, ক্রেস্ট, প্রশংসাপত্র ও নগদ অর্থ প্রদান করেন মো: মেনহাজুল আলম পিপিএম, পুলিশ সুপার নরসিংদী জেলা । ক্রেস্ট, পশংসাপত্র ও নগদ অর্থ পেয়ে এসআই ইউসুফ আহম্মেদ পুলিশ সুপার নরসিংদী জেলা মোঃ মেনহাজুল আলম পিপিএম এবং মাধবদী থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলামসহ সকল সহকর্মীদের ধন্যবাদ জানান।