নরসিংদী কাউন্সিল অব কনজিউমার রাইটস বাংলাদেশ (সি আর বি) সম্মাননা ক্রেস্ট ও সনদ বিতরণ অনুষ্ঠিত।
৭ আগষ্ট রবিবার বিকেলে নরসিংদী জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিজ কার্যালয়ে (সি আর বি’র) সাংগঠনিক দক্ষতায় সম্মাননা ক্রেস্ট ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিল অব কনজিউমার রাইটস বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সভাপতি আব্দুল হান্নান মানিক এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক নগেন্দ্র নাথ বনিক সঞ্চালনায়, অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন মাহমুদুর রহমান সহকারী পরিচালক ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নরসিংদী জেলা।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নরসিংদী জেলা কার্যালয়ের সাবিকে সার্বিক সহযোগিতায়, কাউন্সিল অব কনজিউমার রাইটস বাংলাদেশ সিআরবির আয়োজনে অনুষ্ঠিত সভায়, উপস্থিত থেকে বক্তব্য রাখেন মোঃ ওবায়েদ উল্লাহ সরকার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাউন্সিল অব কনজিউমার রাইটস বাংলাদেশ সিআরবি জেলা শাখা নরসিংদী। মোঃ মামুন ভুঁইয়া অর্থ সম্পাদক, মোঃ আবুল কাশেম ভূঁইয়া (বাচ্চু) প্রচার ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক। মোঃ শাহিন (কাউছার) কার্যনির্বাহী সদস্য। মোহাম্মদ মোশারফ হোসেন কার্যনির্বাহী সদস্য, বিল্লাল হোসেন সভাপতি সিআরবি পলাশ উপজেলা শাখা। আব্দুল্লাহ (রহিম) সিআরবি মনোহরদী উপজেলা শাখা। সিরাজুল ইসলাম অর্থ সম্পাদক মনোহরদী উপজেলা শাখা।আল আমিন কার্যনির্বাহী সদস্য মনোহরদী উপজেলা শাখা। আবু নাইম রিপন সভাপতি সিআরবি দুলালপুর ইউনিয়ন শাখা। মোঃ জাকির হোসেন গাজী সাধারণ সম্পাদক সিআরবি পুটিয়া ইউনিয়ন শাখা।আমান উল্লাহ মৃধা প্রমুখ।
এসময় প্রধান অতিথি মাহমুদুর রহমান বলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯” এর অধীনে প্রতিষ্ঠিত হয়েছে। এর প্রধান কাজ হলো, ভোক্তাদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা, ভোক্তা অধিকার বিরোধী কার্যকলাপ প্রতিরোধ করা এবং ভোক্তাদের অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তিতে সহায়তা করা। ভোক্তাদের অধিকার সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করা, পণ্যের গুণমান, মূল্য, বিশুদ্ধতা ইত্যাদি সম্পর্কে জানার অধিকার। ভেজাল পণ্য বিক্রি, মিথ্যা বিজ্ঞাপন, অতিরিক্ত মূল্য) বন্ধ করা। কোনো ভোক্তা যদি কোনো পণ্যের গুণমান বা সেবার মান নিয়ে অসন্তুষ্ট হন, তবে তিনি এই অধিদপ্তরে অভিযোগ দায়ের করতে পারেন এবং অধিদপ্তর সেই অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া নিয়মিতভাবে বাজার পরির্দশন করে এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় বিভিন্ন পদক্ষেপ নিয়ে থাকি আমরা