শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ১১:০১ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
এমডির সুদক্ষ নেতৃত্বে যান্ত্রিক ত্রুটি কাটিয়ে পুনরায় উৎপাদনে সিইউএফএল। বাংলাদেশ প্রেসক্লাব প্রস্তাবিত কচাকাটা উপজেলা শাখার অফিস উদ্বোধন তারেকের উদ্দেশে ইসি সচিব-‘৫২২ ঘণ্টা হলেও কিছু করার নেই’ ঢাকা থেকেই নির্বাচন করার ঘোষণা আসিফ মাহমুদের ভোলায় প্রেস ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয় ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস।। ভোলায় আয়োজিত হয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বক্তব্য প্রতিযোগিতা। লাখো জনতার ভালোবাসায় সিক্ত ভোলা-১ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব গোলাম নবী আলমগীর এয়োদশ জাতীয় নির্বাচনে ভোলার ৪ টি আসনে বিএনপির মনোনয়ন পেয়ে উচ্ছ্বসিত তৃণমূল বিএনপি। খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না এনসিপি : নাসীরুদ্দীন জোটের ১২ নেতাকে ‘গ্রিন সিগন্যাল’ দিল বিএনপি

বাংলাদেশ প্রেসক্লাব প্রস্তাবিত কচাকাটা উপজেলা শাখার অফিস উদ্বোধন

মোঃ ফরিদুল ইসলাম, প্রতিনিধি নাগেশ্বরী উপজেলা।
  • আপলোডের সময় : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় বাংলাদেশ প্রেসক্লাবের প্রস্তাবিত কচাকাটা উপজেলা শাখার কার্যালয় উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩নভেম্বর) কচাকাটা কলেজ মোড়ে প্রেসক্লাবের কার্যালয় উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ প্রেসক্লাব প্রস্তাবিত কচাকাটা উপজেলা শাখার কার্যালয়ের ফিতা কেটে উদ্বোধন করেন, বাংলাদেশ প্রেসক্লাব কুড়িগ্রাম জেলার সদস্য সচিব মোঃ কামরুজ্জামান শানু।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কচাকাটা থানার অফিসার্স ইনচার্জ মোঃ লুৎফর রহমান, মোঃ ওয়াজেদুল কবির রাশেদ, চেয়ারম্যান, ১৪নং কেদার ইউনিয়ন, মোঃ হাফিজুর রহমান মন্ডল, অধ্যক্ষ কেদার মহিলা কলেজ, মোঃ নুরুজ্জামান কবীর, প্রধান শিক্ষক কচাকাটা বহুমূখী উচ্চ বিদ্যালয়, মোঃ মইনুল ইসলাম, প্রিন্সিপাল কচাকাটা আইডিয়াল স্কুল এন্ড কলেজ, মোঃ কাজী নজরুল ইসলাম, প্রভাষক, কেদার মহিলা কলেজ, মোঃ মাইদুল ইসলাম, শিক্ষক, মমিনগঞ্জ কেরামতিয়া দ্বিমুখী দাখিল মাদরাসা, মোঃ আতাউর রহমান, বিশিষ্ট আইনজীবী, মেঃ আলেফ উদ্দিন, প্রিন্সিপাল, কাশেম বাজার ক্যাডেট মাদরাসা।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সাংবাদিকতা হলো একটি মহান পেশা এবং একটি স্বাধীন রাষ্ট্রের ৪র্থ স্তম্ভ। বাংলাদেশ প্রেসক্লাব প্রস্তাবিত কচাকাটা উপজেলা শাখার সকল সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও সত্য সংবাদ সংগ্রহ ও প্রকাশ করার জন্য আহ্বান জানান।

তিনি আরো বলেন, সাংবাদিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ প্রেসক্লাব সারা বাংলাদেশে সাংগঠনিক ভাবে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে এবং প্রস্তাবিত কচাকাটা উপজেলা শাখার সার্বিক সাফল্য কামনা করেন।

বাংলাদেশ প্রেসক্লাব প্রস্তাবিত কচাকাটা উপজেলা শাখার সভাপতি মোঃ ফরিদুল ইসলাম এর সভাপতিত্বে ও মোঃ রাশেদুল ইসলাম রাশুর সঞ্চালনায় প্রস্তাবিত কচাকাটা উপজেলা শাখার সকল সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন শ্রেণি পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..