কক্সবাজারের ঈদগাঁও উপজেলাতে ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি আনিছুর রহমান (২৬) কে গ্রেফতার করেছে ঈদগাঁও থানা পুলিশ।
আনিসুর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঈদগাঁও উপজেলা শাখার সদস্য সচিব।
রবিবার( ৭ফেব্রুয়ারী) বেলা ১২.৪০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার জালালাবাদ ইউনিয়নের পালাকাটা থেকে এ.এসআই রিমন সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে গ্রেফতার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঈদগাঁও থানার সেকেন্ড অফিসার জুয়েল সরকার। গ্রেফতারকৃত আনিছুর রহমান ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের পালাকাটা গ্রামের মমতাজ আহমেদের পুত্র।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) শুভ রঞ্জন চাকমা জানান আনিসুর রহমানের বিরুদ্ধে একটি গ্রেফতারী পরোয়ানা ছিলো তারই পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়।