লক্ষ্মীপুরে রায়পুরে ০৭ নং বামনী ইউনিয়নের ০৫ নং ওয়ার্ড কলাকোপা গ্রামে হাজীর হাট সংলগ্ন পাকা রাস্তার পাশে আবু তাহেরের সুপারী বাগানে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয় ।
ঘটনা স্থলে গিয়ে জানা যায় , আজ বাদ ফজরের নামাজের পর স্থানীয় জনতা রাস্তা দিয়ে চলাচলের সময় পাকা রাস্তার পাশে স্থানীয় বাসীন্দা আবু তাহেরের সুপারী বাগানে রক্তাক্ত অবস্থা পড়ে থাকা অজ্ঞাত এক ব্যাক্তির মরদেহ তাদের চোখে পড়ে , খবরটি শুনতে পেয়ে আশে পাশের সকল মানুষ দেখতে আসে , পরবর্তিতে খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ইউপি সদস্য জনাব আলমগীর হোসেন ঘটনা স্থলে ছুটে আসার পর তিনি ঘটনাটি নিশ্চিত করে রায়পুর থানায় পুলিশকে খবর দেন , খবর পেয়ে রায়পুর থানার অফিসার ইনচার্জ জনাব শিপন বড়ুয়া তার সঙ্গীনীয় ফোর্স নিয়ে ঘটনা স্থলে ছুটে আসেন , পুলিশ এসে সরে জমিন তদন্ত করে নিহতের কাছে তার কোভিড-১৯ এর টিকা কার্ড ও কিছু ডকুমেন্ট’স পেয়ে সে ডকুমেন্ট’স থেকে তার পরিচয় নিশ্চিত করে তার সন্ধান দেয় , পরিবার থেকে পাওয়া তথ্য অনুযায়ী তার ঠিকানা হচ্ছে , লক্ষ্মীপুর জেলার টুমচর ইউনিয়নের আবিরনগর গ্রামে তার বাড়ী , সে পেশায় একজন অটো রিক্সা চালক , নিহত ব্যাক্তির পরিবারের সন্ধান পাওয়ার পর তাদেরকে খবর দেওয়া হয় । উক্ত ঘটনা স্থল থেকে একটি রক্ত মাখা একটি ধারালো ছুরি উদ্ধার করা হয় ।
স্থানীয় জনপ্রতিনিধি , ইউপি সদস্য জনাব আলমগীর হোসেন বলেন , অজ্ঞাত ব্যাক্তির লাশটির খবর পেয়ে তিনি ঘটনা স্থানে ছুটে আসেন পরবর্তিতে এই ঘটনাটি তিনি নিশ্চিত করে রায়পুর থানায় খবর দেন , পরে পুলিশ এসে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করবেন ,
রায়পুর থানার অফিসার ইনচার্জ জনাব শিপন বড়ুয়ার সাথে কথা বলে জানা যায় , রায়পুর বামনী ইউনিয়নের কলাকোপা গ্রামে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা অজ্ঞাত ব্যাক্তির মরদেহ পড়ে থাকার খবর পেয়ে তিনি তার সঙ্গীনিয় ফোর্স সাথে নিয়ে ঘটনা স্থলে ছুটে এসে সরে জমিন তদন্ত শেষে পরবর্তি ব্যাবস্থা গ্রহনের কথা জানান তিনি ।