বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১২:১২ অপরাহ্ন , ই-পেপার

শেরপুরে তারেক-জোবাইদার কারাদণ্ডের প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত 

মো: জুলহাস উদ্দিন হিরো, শেরপুর :
  • আপলোডের সময় : শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানকে কারাদণ্ডের প্রতিবাদে প্রতিবাদ  সমাবেশ করেছে শেরপুর জেলা বিএনপি।
শুক্রবার (৪ আগস্ট) বিকালে গৃদানারায়নপুরস্থ
জেলা  বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেলের বাসভবনের  সামনে এই প্রতিবাদ সমাবেশ করে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মাহমুদুল হক রুবেলের সভাপতিত্বে ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু রায়হান রুপনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট মোখলেছুর রহমান জীবন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মাসুদ,ফজলুর রহমান তারা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক  মামুনুর রশিদ পলাশ, জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক কামরুল হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মাহমুদুল হক রুবেল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং তার স্ত্রী ডা. জোবাইদা রহমানকে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে সরকারের নির্দেশে। সরকার তারেক রহমানকে ভয় পাই। এই রায় বিএনপি মানে না।এ রায় ফরমায়েশী রায়। অবিলম্বে এই রায় বাতিলের দাবিও জানান তিনি।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..