সোমবার, ০৬ মে ২০২৪, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
লোহাগড়া উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মুন্সী নজরুল ইসলামের মতবিনিময় সভা অনুষ্ঠিত  মিল্টন ব্লেড-ছুরি দিয়ে নিজেই অপারেশন করতেন, তথ্য জানালো ডিবি মধুখালিতে দুই ভাইকে পিটিয়ে হত্যা বিএনপির দন্তত কমিটির বিচার দাবি লোহাগড়া উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ  লোহাগড়ায় বিএনপির উদ্যোগে সাধারণ মানুষের মাঝে বিশুদ্ধ পানি- স্যালাইন ও বিস্কুট বিতরণ চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি শিক্ষার্থীবান্ধব হবে কবে? ঈদগাঁও উপজেলার নির্বাচনে সুবিধাজনক স্থানে আবু তালেব, লড়ে যাবেন সেলিম আকবর এবং শামশু। আমরা চাই নির্বাচনে সবাই অংশগ্রহন করুক, যত বেশী অংশ গ্রহন করবে ততবেশী প্রতিযোগিতা পূর্ণ হবে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রথম নারী মহাপরিচালক হলেন শিরীন পারভীন সরকারি সা’দত কলেজ শাখা ছাত্রলীগের কর্মী সভা অনুষ্ঠিত

সরকারি চাল অন্য কোম্পানীর বস্তায় ভরে বাজারজাত করার সময় বাবা ও ছেলে আটক 

সুদীপ সাহা, বাউফল প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩
পটুয়াখালীর বাউফলে টেস্ট রিলিফ(টিআর) ও কাজের বিনিময়ের খাদ্য কর্মসূচীর  (কাবিখা) সরকারি চাল  অন্য একটি কোম্পানির  বস্তায় ভর্তি করে বাজারজাতকালে  মোতাহার উদ্দিন (৬০) ও তার ছেলে আউয়ালকে(৩০)  আটক করেছে স্থানীয়রা। পরে তাদেরকে ভ্রাম্যমান আদালত বসিয়ে অর্থদন্ড  করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,  বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে কালাইয়া বাজার গরুহাট সংলগ্ন নুরু মসজিদের সামনের একটি ব্যক্তি মালিকানাধীন গোডাউনের মধ্যে  মোতাহার  উদ্দিন ও তার ছেলে আউয়াল  টিআর ও কাবিখার সরকারী চাল নুরজাহান নামের একটি চাল কোম্পানীর বস্তায়   ভরে বাজারজাতের প্রস্তুতিকালে স্থানীয় কয়েক ব্যক্তি তাদের আটক  করে উপজেলা সহকারী কমিশনার ভূমিকে খবর দেন।
জানা গেছে,  বাপ ও ছেলে দীর্ঘ দিন  ধরে উপজেলার বিভিন্ন চেয়ারম্যান ও মেম্বারদের কাছ থেকে টিআর ও কাবিখার সরকারি চাল কিনে বিভিন্ন কোম্পানির বস্তায় ভরে তা অধিক দরে বাজারজাত  করে আসছিল।
আটককৃতদের বাড়ি বগা ইউনিয়নের বানাজোরা গ্রামে।
এবিষয়ে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি বায়েজেদুর রহমান বলেন, আমরা খবর পেয়ে থানা কয়েক পুলিশসহ   ঘটনাস্থলে যাই এবং  টিআর ও কাবিখার চাল নুরজাহান নামক একটি কোম্পানীর বস্তায় ভরা অবস্থায় দেখতে পাই। অভিযুক্ত মোতাহার ও তার ছেলে আউয়ালের স্বীকারোক্তি অনুযায়ী  অন্য কোম্পানীর বস্তায় ভরে চাল বাজারজাতের চেষ্টার অপরাধে  তাদেরকে পাঁচ হাজার টাকা অর্থদন্ড প্রদান করি এবং মুচলেকা  রেখে ছেড়ে দেই।
বাউফল উপজেলা খাদ্যনিয়ন্ত্রক কমল দে বলেন, টিআর ও কাবিখার চাল বিক্র করে সেই টাকা দিয়ে প্রকল্পের কাজ বাস্তবায়নের সুযোগ  রয়েছে। কিন্তু সেই চাল কোন কোম্পানির বস্তায় ভরে বাজারজাত করার সুযোগ নেই।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..