বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১২:৫৫ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
প‌রি‌বেশ বিষয়ক বিধানাবলী-পুস্ত‌কের মোড়ক উন্মোচন প্রেমের ফাঁদে ফেলে কিশোরীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ,গ্রেপ্তার-৩ গলাচিপায় বিচারক সংকট: হাজারো বিচারপ্রার্থীর চরম দুর্ভোগ, আইনশৃঙ্খলার অবনতির শঙ্কা বিসিডিএস আয়োজিত আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও নতুন কমিটি গঠন ৮ম শ্রেণির শিক্ষার্থীকে যৌননিপীড়নে ৪ বখাটের বিরুদ্ধে অভিযোগ বিদায় সংবর্ধনার আয়োজন করলো সা’দত কলেজ শিক্ষক পরিষদ লোহাগড়ায় দুর্বৃত্তদের হামলায় হাতের কব্জি হারালেন ইউনিয়ন বিএনপির সভাপতি ফকির মিরাজুল ইসলাম কালবৈশাখীর তাণ্ডব: গলাচিপায় বজ্রপাতে ৫ গরুর মৃত্যু বিশ্ব ধরিত্রী দিবসে বাপা ও ক্যাপস এর “পরিবেশ সংস্কার কমিশন গঠন করাসহ ৯ দফা সুপারিশ” লোহাগড়ায় জমি সংক্রান্ত বিরোধে অন্ত:সত্বা মহিলাসহ ৪ জন আহত

গলাচিপায় বিচারক সংকট: হাজারো বিচারপ্রার্থীর চরম দুর্ভোগ, আইনশৃঙ্খলার অবনতির শঙ্কা

অর্নব নারায়ন ভুইয়া, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

গলাচিপা উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দীর্ঘ ছয় মাস ধরে বিচারক নিয়োগ স্থগিত থাকায় বিচারপ্রার্থী সাধারণ মানুষ সীমাহীন দুর্ভোগের শিকার হচ্ছেন। গলাচিপা ও রাঙ্গাবালী উপজেলার ১৮টি ইউনিয়ন এবং একটি পৌরসভার হাজার হাজার মানুষ বিচারকার্য ব্যাহত হওয়ায় হতাশ ও ক্ষুব্ধ।
ক্ষতিগ্রস্তরা জানান, বিচারক না থাকায় আদালতে নিয়মিত মামলার কার্যক্রম কার্যত বন্ধ রয়েছে। এর ফলে, জমিজমা সংক্রান্ত বিরোধ, পারিবারিক কলহ, চুরি, মারামারি সহ বিভিন্ন প্রকার মামলার বাদী ও বিবাদীরা প্রতিদিন আদালতে এসে ফিরে যাচ্ছেন। এতে একদিকে যেমন বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত হচ্ছে, তেমনি অন্যদিকে ন্যায়বিচার পাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
এ প্রসঙ্গে স্থানীয় আইনজীবী সমিতির একাধিক সদস্য গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, বিচারক না থাকায় বিচারপ্রার্থীরা চরম হতাশ। দ্রুত এই সমস্যার সমাধান না হলে আইনি ব্যবস্থার ওপর মানুষের বিশ্বাস কমে যাবে। তারা জরুরি ভিত্তিতে সংশ্লিষ্ট আইন ও বিচার বিভাগ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে বিচারক নিয়োগের জোর দাবি জানান।
এই অচলাবস্থা অব্যাহত থাকলে ভুক্তভোগী সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়বে এবং এলাকায় আইনি শূন্যতা তৈরি হয়ে সামাজিক অস্থিরতা দেখা দিতে পারে বলে স্থানীয়রা আশঙ্কা করছেন। অতিসত্বর এই সংকট নিরসনে পদক্ষেপ নেওয়া জরুরি।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..