কালবৈশাখীর তাণ্ডব: গলাচিপায় বজ্রপাতে ৫ গরুর মৃত্যু
পটুয়াখালীর গলাচিপা উপজেলায় মঙ্গলবার সকালে কালবৈশাখী ঝড়ের সময় বজ্রপাতে ৫টি নিরীহ গরুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। উপজেলার চরশিবা সাংগঠনিক ইউনিয়নের বড় শিবা এবং ছোট শিবা গ্রামে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বজ্রাঘাতে বড় শিবা গ্রামের হানিফ মুন্সির পুত্র হেমায়েত মুন্সির একটি গাভী, মোস্তফা হাওলাদারের পুত্র সেকান্দার হাওলাদারের একটি গাভী এবং আব্দুর রবের পুত্র নিরবের একটি গাভী মারা গেছে। একইসঙ্গে ছোট শিবা গ্রামের নাসির হাওলাদারের পুত্র ইয়াসিন হাওলাদারের একটি গাভী ও একটি বকনা বাছুরও বজ্রাঘাতে প্রাণ হারিয়েছে।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলো জানায়, মঙ্গলবার সকালে হঠাৎ করে কালবৈশাখী ঝড় শুরু হলে বজ্রপাত হয়। এই আকস্মিক দুর্যোগে মাঠের মধ্যে থাকা তাদের পাঁচটি গবাদি পশু মুহূর্তের মধ্যেই মারা যায়। পরিবারগুলোর জীবন ও জীবিকা এই পশুগুলোর উপরই নির্ভরশীল ছিল। তাদের মূল্যবান পশু সম্পদ হারিয়ে যাওয়ায় পরিবারগুলো এখন চরম অসহায় অবস্থায় পড়েছে।
এ বিষয়ে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো. নাসিম রেজা জানান, তিনি বজ্রপাতে পাঁচটি গরুর মৃত্যুর খবর পেয়েছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সাহায্যের জন্য আবেদন করলে, তাদেরকে প্রশাসনিকভাবে আর্থিক সহায়তা প্রদান করা হবে।