শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০২ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের সাবেক ডিআইজি নাহিদুল ইসলাম গ্রেপ্তার নেত্রকোণায় মাদক ও বাল্যবিয়েকে লাল কার্ড প্রদর্শন করলো শিক্ষার্থীরা ডাকসুর ভোট গণনা দেখা যাবে সরাসরি লাইভে আজ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, দেখা যাবে বাংলাদেশ থেকেও কালীগঞ্জে ৩৮০০ পিচ ইয়াবা সহ শীর্ষ মাদক ব্যবসায়ী আরিফুল ও আরিফ গ্রেপ্তার নড়াইল-২ আসনে এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের গণসংযোগ ও লিফলেট বিতরণ পল্লী বিদ্যুৎ গণছুটি ঘোষণা দিয়ে ৮০৯ কর্মকর্তা-কর্মচারীর কর্মস্থল ত্যাগ ১২ ঘন্টার মধ্যে নড়াইলের চাঞ্চল্যকর গৃহবধূ মুন্নি খানম হত্যা মামলার রহস্য উন্মোচন আজ সুবর্ণচরে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। আশ্রয়প্রার্থী নিয়ে কড়াকড়ি: শিক্ষার্থী থেকে ইংলিশ চ্যানেল হয়ে আসা আশ্রয় সব ক্ষেত্রেই কঠোর অবস্থান যুক্তরাজ্যের

কুমিল্লার দেবীদ্বারে বাবার মৃত্যুর ৪২ দিন পর ট্রাকের চাপায় প্রাণ গেল ভ্যানচালক পুত্রের।

মোঃওমর ফারুক দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২

মঙ্গলবার সকালে কুমিল্লা- সিলেট আঞ্চলিক মহাসড়কের কোম্পানিগঞ্জ গোমতী ব্রিজের পাশে ভিংলাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত মো. ফারুক মূন্সী (৩০) দেবীদ্বার উপজেলার বারুর গ্রামের মো. হোসেন মূন্সীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফারুক মূন্সী মঙ্গলবার সকাল ৯টায় দেবীদ্বার পৌর এলাকার পান্নারপোল মদিনা বেকারি থেকে ভ্যানযোগে মালামাল নিয়ে মীরপুর যাওয়ার পথে কোম্পানীগঞ্জ ব্রিজের কাছে জ্যামে আটকে পড়েন, হঠাৎ ভ্যানের সামনে থাকা ট্রাকটি পেছনের দিকে চাপ দিলে ভ্যান চালক ঘটনাস্থলেই পিষ্ট হয়ে মারা যান।

মদিনা বেকারির সত্ত্বাধিকারী মো. ইব্রাহীম মিয়ার ভাগিনা মো. আনোয়ার হোসেন জানান, বিগত চার-পাঁচ বছর ধরে নিহত ফারুক মূন্সী আমাদের দোকানে কাজ করতেন। তিনি শতকরা সাত টাকা কমিশনে বিভিন্ন মার্কেটে মালামাল বিক্রি করতেন। এতে দৈনিক তার চার-পাঁচশ টাকা আয় হতো। তিনি আজ সকালে দোকান থেকে মালামাল নিয়ে মিরপুর মার্কেটে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত হন।

এদিকে, নিহত ফারুক মূন্সীর বাড়িতে চলছে মাতম। নিহতের ছোট ভাই রাসেল মূন্সী জানান, পরিবারের একমাত্র উপার্জনক্ষম বাবা ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন রোগে ভুগে ৪২ দিন পূর্বে মারা যান। পরিবারের হাল ধরা বড় ভাইও আজ চলে গেলেন। এখন আমাদের গোটা পরিবার অন্ধকারে পড়ে গেছি।
ঘটনার সত্যতা স্বীকার করে মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি কামাল উদ্দিন জানান, লাশ পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে এবং দুর্ঘটনা-কবলিত ট্রাকটি আটক করা হয়েছে, যার নম্বর ঢাকা মেট্রো-ট ১৬-৫৭৫০। মামলার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..