বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ০৩:০৯ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
নভেম্বরে গণভোট আয়োজন ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের দাবি ইসলামী আন্দোলনের নরসিংদী জেলা বিএনপির উদ্যোগে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচীর উদ্বোধন লোহাগড়ায় জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত মদনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ভোলায় জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত আমরা প্রতিশোধের রাজনীতি করতে চাই না, আমরা প্রতিকার চাই, কালীগঞ্জে ফজলুল হক মিলন খুলনা-৫ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী হিসেবে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে ডাক পেলেন রুবায়েদ ও লবী‌। মির্জাপুরে গোলাপী বেগম নামে এক গৃহবধূর অর্ধগলিত লাশ উদ্ধার আবু বাকের মজুমদারকে লক্ষ্য করে ককটেল হামলা নেত্রকোণায় ‘সরকারি অ্যাম্বুলেন্স সেবা’ মিলছে না

নড়াইলে লাহুড়িয়া সুমন হত্যা মামলার আসামিকে ৭২ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে পিবিআই

শরিফুল ইসলাম
  • আপলোডের সময় : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

নড়াইল জেলার লোহাগড়ায় কিশোর ভ্যানচালক সুমন মোল্লা (১৫) হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), যশোর। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শাহাদত হোসেন (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে সংস্থাটি।
পিবিআই সূত্রে জানা যায়, লোহাগড়া থানার লাহুড়িয়া ডহরপাড়া গ্রামের সামেলা বেগমের ছেলে সুমন মোল্লা গত ২১ আগস্ট সকালে প্রতিদিনের মতো ভাড়ায় ভ্যান চালানোর জন্য বাড়ি থেকে বের হয়। দুপুরে ফোন করে জানায়, খাওয়ার জন্য বাড়ি ফিরবে। কিন্তু এরপর আর সে বাড়ি ফেরেনি।

পরদিন ২২ আগস্ট দুপুরে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার গোপালপুর বাজার থেকে সুমনের ভ্যান পড়ে থাকতে দেখে স্বজনরা সেটি সনাক্ত করেন। তবে সুমনকে খুঁজে পাওয়া যায়নি। পরে তার মা সামেলা বেগম লোহাগড়া থানায় একটি নিখোঁজ ডায়েরি (জিডি নং-১০৫৮, তারিখ ২২/০৮/২০২৫) করেন।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পিবিআই যশোর তদন্ত শুরু করে। এর ধারাবাহিকতায় ২৪ আগস্ট বিকেলে লোহাগড়ার কামঠানা এলাকার একটি খাল থেকে সুমনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তার মা বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-১৯, ধারা ৩০২/৩৪)।

তদন্তকালে তথ্য-প্রযুক্তির সহায়তায় হত্যাকাণ্ডে শাহাদত হোসেনের সম্পৃক্ততার প্রমাণ মেলে। বুধবার (২৭ আগস্ট) রাত ১টা ৩৫ মিনিটে লোহাগড়ার রঘুনাথপুর গ্রামে শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেফতার করে পিবিআই।

গ্রেফতারকৃত শাহাদত হোসেন (১৯) লাহুড়িয়া তালুক পাড়ার রমজান শেখের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহাদত স্বীকার করেছে, অর্থের প্রয়োজন হওয়ায় সে ভ্যান ছিনতাইয়ের পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী সুমনকে হত্যা করে ভ্যান নিয়ে পালায়। তবে ভ্যানের ব্যাটারির চার্জ শেষ হয়ে গেলে সেটি গোপালগঞ্জের গোপালপুর বাজারে ফেলে রেখে পালিয়ে যায়।

পিবিআই জানিয়েছে, গ্রেফতারকৃত আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..