বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০১:৪১ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
লোহাগড়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত ডিসেম্বরে মধ্যে নির্বাচন হলে খালেদা জিয়া অংশ নেবেন: আবদুল আউয়াল মিন্টু সুনামগঞ্জ ১ আসনের বিএনপির ৩১ দফা বাস্তবায়নে জনসভা করেন,আলহাজ্ব আনিসুল হক ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, মাঠেই চলছে শিশুদের ক্লাস লোহাগড়া পৌরসভার সাবেক মেয়র আশরাফুল আলমের আদালতে আত্মসমর্পণ, জেল-হাজতে প্রেরণ ১০২ জন এসি ল্যান্ডকে প্রত্যাহার ইউকে বাংলা” প্রেস ক্লাবের ‘দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মোহনগঞ্জে ব্যবসায়ীর গ্যাস সিলিন্ডার চুরি, গ্রেফতার-২ খোকসায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। কালীগঞ্জের পূর্বাচল নতুন শহর প্রকল্পে যৌথবাহিনীর উচ্ছেদ অভিযান

ইউকে বাংলা” প্রেস ক্লাবের ‘দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

ইউকে প্রতিনিধি:
  • আপলোডের সময় : বুধবার, ৩০ জুলাই, ২০২৫

”ইউকে বাংলা” প্রেস ক্লাবের ‘দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত, সভাপতি ফয়সল চৌধুরী,সম্পদক আরিফ মাহফুজ ট্রেজারার সুয়েদ

যুক্তরাজ্যের বাংলা মিডিয়ার অন্যতম প্রেস ক্লাব ”ইউকে বাংলা’ প্রেসক্লাব”-এর কার্যকরী কমিটি গঠনের লক্ষ্যে দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। ক্লাবের সদস্যদের সরাসরি ভোট ২০২৫-২০২৭ মেয়াদের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন চ্যানেল আই ইউরোপের সাবেক ম্যানেজিং ডিরেক্টর ও আইপি টিভি চ্যানেল ইউরোপের নির্বাহী সম্পাদক রেজা আহমেদ ফয়সল চৌধুরী শোয়েব এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক মানবজমিন ও একাত্তর টিভির ইউকে প্রতিনিধি আরিফ আল মাহফুজ। ট্রেজারার নির্বাচিত হয়েছেন ”ডেইলী ড্যাজলিং ডন”এর প্রতিনিধি মাহবুবুল করিম সুয়েদ।

মঙ্গলবার (২৯ জুলাই ) অনুষ্ঠিত নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ক্লাবের প্রধান উপদেষ্টা ও সাবেক সভাপতি কে এম আবু তাহের চৌধুরী।
নব নির্বাচিত কার্যনিবাহী কমিটির সদস্যরা হলেন, সিনিয়র সহ -সভাপতি মুনজের আহমেদ (বাংলা ট্রিবিউন ), সহ -সভাপতি আব্দুর রশিদ (এনটিভি ইউরোপ ),সহ -সভাপতি হুমায়ন কবির (চ্যানেল আই ), সহ -সভাপতি ফখরুল ইসলাম খসরু মনুবার্তা। যুগ্ন -সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম (প্রথম আলো ),যুগ্ন -সাধারণ সম্পাদক তানভীর হাসান (টিএন টিভি ), সাংগঠনিক সাম্পাদক এস এম শামসুর রহমান সুমেল (চ্যানেল ইউরোপ ),দপ্তর সম্পাদক প্রেস ও প্রচার সম্পাদক মুসলিম খান ( সম্পাদক এম এস টিভি ইউকে ও দৈনিক সবুজ বাংলাদেশ) , সমাজসেবা সম্পাদক আসআদুল হক (এম এস টিভি),মহিলা সম্পাদিকা সৈয়দা ইশরাত নাসিমা কুইন (ফ্রীলেন্স )
সদস্য -আসাদুজ্জামান তানভীর (ফ্রীলেন্সার ),মোহাম্মদ আলী (মৌলভী বাজার টুডে ),মোশাহিদ আলী (বাংলা সংলাপ ),বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোস্তফা (ফ্রীলেন্সার ),আব্দুল বাসিত (ফ্রীলেন্সার )আজিজুল আম্বিয়া (ভোরের কাগজ ), শাহেদ শফিক (একুশে টিভি ),মোস্তফা চৌধুরী , আশফাক জুনেদ (দেশ রূপান্তর ),তানভীর আনজুম আরিফ (এনটিভি ), প্রমুখ।

ইউকে বাংলা প্রেস ক্লাবের নব গঠিত কার্য নির্বাহী কমিটির নেতৃবৃন্দ বলেন , সৃজনশীল কাজের মাধ্যমে সাংবাদিকতার মান অক্ষুন্ন রেখে কাজ করতে হবে। পেশাদারিত্ব সাংবাদিকতাই হচ্ছে আসল সাংবাদিকতা। সমাজের সকল ন্যায়-অন্যায়, সমস্যা-সম্ভাবনা তুলে ধরাই সাংবাদিকদের কাজ। যুক্তরাজ্যের বাংলাদেশি কমিউনিটির মানুষের পাশে তথা বাংলাদেশের জনকল্যাণে ইউকে বাংলা প্রেস ক্লাব সর্বদা কাজ করে যাবে। প্রবাস ও দেশের সকল সাংবাদিকদের স্বার্থ সংরক্ষণে ইউকে বাংলা প্রেসক্লাব অগ্রণী ভূমিকা পালন করতে নিরলস কাজ করে যাবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..