শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০১:৪৪ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
যথাযথ মর্যাদায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ : জামায়াত আমির প্রেসক্লাবের নির্বাচনে খোকন সভাপতি,মাসুম সম্পাদক সাদ ও জুবায়েরপন্থীদের সংঘর্ষের ঘটনায়, সাদপন্থী   জিয়া বিন কাসেমকে গ্রেফতার   সংস্কারের নামে অনির্বাচিত সরকারকে দেশ চালাতে দেওয়া উচিত না: মির্জা ফখরুল আগামী ১৬ ডিসেম্বরের আগে জুলাই গণহত্যার বিচার শেষ করা হবে,উপদেষ্টা ড. আসিফ নজরুল সাংবাদিকেরা সচিবালয়ে ঢুকতে পারবেন না, অন্যদের অস্থায়ী পাসও বাতিল সচিবালয়ে আগুন নেভাতে যোগ দেয় ফায়ার সার্ভিসের ২০ টি ইউনিট শেখ হাসিনা বাংলাদেশকে দাসের জাতিতে পরিণত করেছে : শাহজাহান   সুবর্ণচরে বিদ্যুৎ স্পষ্ট হয়ে এক যুবকের মৃত্যু

টাঙ্গাইল স্টেডিয়ামে শুরু হয়েছে, ঢাকা বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

মুশফিকুর রহমান টাঙ্গাইল
  • আপলোডের সময় : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩

জমকালো আয়োজনের মধ্য দিয়ে “টাঙ্গাইল স্টেডিয়ামে” শুরু হয়েছে “ঢাকা বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট”। শনিবার বিকেলে প্রধান অতিথি হিসেবে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন টাঙ্গাইল ও গাজীপুর।

উক্ত উদ্বোধনী খেলার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলা প্রশাসক মোঃ কায়ছারুল ইসলাম। বিশেষ অতিথী ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার এ জেডএম নুরুল হক। আরও উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এম বি সাফি, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ। খেলায় ঢাকা বিভাগের ১৩ জেলা প্রশাসকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারাও উপস্থিত ছিলো।

জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম জানান, দুইটি গ্রুপে ঢাকা বিভাগের মোট ১৩ টি দল অংশ গ্রহণ করবে। গ্রুপ দুইটি হলোঃ যমুনা ও পদ্মা। যমুনা গ্রুপে রয়েছে মোট ০৬টি দল। ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল, নরসিংদী, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ ফুটবল দল যমুনা গ্রুপের অন্তর্ভূক্ত। অপর দিকে পদ্মা গ্রুপে রয়েছে মোট ০৭টি দল। নারায়নগঞ্জ, মুন্সিগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর ও রাজবাড়ি দল পদ্মা গ্রুপের অন্তর্ভূক্ত। । উদ্বোধনসহ যমুনা গ্রুপের খেলা টাঙ্গাইলে অনুষ্ঠিত হলেও পদ্মা গ্রুপ ও চুড়ান্তপর্বের খেলা অনুষ্ঠিত হবে শরীয়তপুরে ।

ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম, দৈনিক সংগ্রাম প্রতিদিন কে জানান, বাংলাদেশের বেশির ভাগ মানুষের ফুটবলের প্রতি আকর্ষন ছিলো। কিন্তু দিন দিন তা কমে ক্রিকেটের প্রতি চলে যাচ্ছে। প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকসহ জাতীয় পর্যায়ে ফুটবল খেলার আয়োজন করা হচ্ছে। ফুটবলকে আন্তর্জাতিক মানের উন্নত করার জন্য প্রধানমন্ত্রীরও একটি লক্ষ্য আছে। সেই লক্ষ বাস্তবায়নের জন্য ঢাকা বিভাগীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। উদ্বোধনী খেলায় টাঙ্গাইলকে ১-০ গোলে পরাজিত করে গাজীপুর জেলা দল বিজয়ী হয়।

 

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..