মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১১:০৬ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
৮ম শ্রেণির শিক্ষার্থীকে যৌননিপীড়নে ৪ বখাটের বিরুদ্ধে অভিযোগ বিদায় সংবর্ধনার আয়োজন করলো সা’দত কলেজ শিক্ষক পরিষদ লোহাগড়ায় দুর্বৃত্তদের হামলায় হাতের কব্জি হারালেন ইউনিয়ন বিএনপির সভাপতি ফকির মিরাজুল ইসলাম কালবৈশাখীর তাণ্ডব: গলাচিপায় বজ্রপাতে ৫ গরুর মৃত্যু বিশ্ব ধরিত্রী দিবসে বাপা ও ক্যাপস এর “পরিবেশ সংস্কার কমিশন গঠন করাসহ ৯ দফা সুপারিশ” লোহাগড়ায় জমি সংক্রান্ত বিরোধে অন্ত:সত্বা মহিলাসহ ৪ জন আহত প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে সা’দত কলেজ ছাত্রদল গলাচিপা-চিকনিকান্দি সড়কের বেহাল দশা, কর্তৃপক্ষের উদাসীনতায় জনদুর্ভোগ চরমে নেত্রকোণায় সেচপাম্প নিয়ে দ্বন্ধে ভাই-ভাতিজার মারধরে আ.লীগ নেতা নিহত নেত্রকোণার হাওরে বোরো ধানের বাম্পার ফলন, লক্ষ্যমাত্রা ছাড়াবে

বিদায় সংবর্ধনার আয়োজন করলো সা’দত কলেজ শিক্ষক পরিষদ

সরকারি সা'দত কলেজ প্রতিনিধি।
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

বিদায়, বরণ ও সংবর্ধনার আয়োজন করেন সরকারি সা’দত কলেজ শিক্ষক পরিষদ। মঙ্গলবার (২২ এপ্রিল) শিক্ষক মিলনায়তনে সকাল ১১ ঘটিকায় এ আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি সা’দত কলেজের অধ্যক্ষ ও শিক্ষক পরিষদের সভাপতি মোঃ মনিরুজ্জামান মিয়া এবং স্বাগত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদ সম্পাদক জনাব মোঃ আবদুল্যাহ তালুকদার। এছাড়া উপস্থিত ছিলেন সকল বিভাগের বিভাগীয় প্রধানসহ অন্যান্য শিক্ষক মন্ডলী।

উক্ত অনুষ্ঠানে ০৭ (সাত) ক্যাটাগরিতে শিক্ষকদের সম্মাননা জানানো হয়। তার প্রথমটি হলো অবসরপ্রাপ্ত বিদায়ী কর্মকর্তাবৃন্দ। অবসরপ্রাপ্ত বিদায়ী কর্মকর্তাবৃন্দরা হলোঃ- প্রফেসর সুলতান আহম্মেদ (উপাধ্যক্ষ, সরকারি সা’দত কলেজ), প্রফেসর সমর চন্দ্র সাহা (বিভাগীয় প্রধান, গণিত বিভাগ), প্রফেসর মো. সরোয়ার উদ্দিন এবং প্রফেসর মো. মুনছুর রহমান। দ্বিতীয়টি অধ্যক্ষ পদে পদোন্নয়ন প্রাপ্ত বিদায়ী কর্মকর্তা। অধ্যক্ষ পদে পদোন্নয়ন প্রাপ্ত বিদায়ী কর্মকর্তারবৃন্দরা হলোঃ- প্রফেসর মোহাম্মদ হুমায়ুন কবীর এবং প্রফেসর মো. শফিকুল ইসলাম ভূঁঞা। তৃতীয়টি উপাধ্যক্ষ পদে পদোন্নয়ন প্রাপ্ত বিদায়ী কর্মকর্তা। এ ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয় প্রফেসর মো. মোস্তাফিজুর রহমানকে। চতুর্থটি হলো পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাবৃন্দ। এ ক্যাটাগরিতে সম্মাননা প্রাপ্তরা হলেন প্রফেসর সৈয়দ মো. শরিফ ইস্পাহানী, জনাব মো. আবুল কালাম আজাদ, জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম, জনাব আবু সাঈদ মোহাম্মদ নুরুল হুদা, জনাব সারমিন সুলতানা। পঞ্চমটি সদ্য যোগদানকৃত কর্মকর্তাবৃন্দ। এ ক্যাটাগরিতে সম্মাননা প্রাপ্তরা হলেন জনাব সৈয়দ আসাদুজ্জামান, জনাব কামরুন নাহার, জনাব আশরাফুল রহমান খান, জনাব জহিরুল ইসলাম। ষষ্ঠ ক্যাটাগরিটি হল সদ্য জনক হওয়া কর্মকর্তাবৃন্দ। এ ক্যাটাগরিতে সম্মাননা প্রাপ্তরা হলেন জনাব মো. কামরুল হাসান, জনাব মো. সাইফুল ইসলাম, জনাব মিন্টু হোসেন, জনাব মো.আতিকুর রহমান। সর্বশেষ ক্যাটাগরিটি হল অ্যাডভান্সড কোর্স অন এডুকেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (এ.সি. ই.এম কোর্স)। যার প্রশিক্ষণদাতা প্রতিষ্ঠান:- ন্যাশনাল অ্যাকাডেমি ফর এডুকেশনাল ম্যানেজমেন্ট (নায়েম), ঢাকা। এ ক্যাটাগরিতে পুরস্কার প্রাপ্তরা হলেন জনাব মোঃ মোশারফ হোসেন, জনাব মোহাম্মদ আবু সাঈদ, জনাব রিপন মিঞা।

প্রধান অতিথি তার বক্তব্যে উপস্থিত সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানান । তিনি প্রথমেই বিদায়ী ব্যক্তিবর্গ কিভাবে কলেজের যেকোনো কাজ সফলতার সাথে করেছেন তা তুলে ধরেন। তাদের এই বিদায়ের ফলে কলেজ থেকে কিছু যোগ্য লোক হারিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..