শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ১২:৩৪ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
নাগেশ্বরীতে বাজারে আগুন, অর্ধ কোটি টাকা ক্ষয়ক্ষতি লোহাগড়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা পেলো ৩’শ অসহায় ও দরিদ্র রোগী খোকসায় ডলফিন হত্যা করে টিকটকে ভিডিও প্রকাশের অপরাধে এক যুবক আটক! নরসিংদীতে ইসকন নিষিদ্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ নভেম্বরে গণভোট আয়োজন ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের দাবি ইসলামী আন্দোলনের নরসিংদী জেলা বিএনপির উদ্যোগে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচীর উদ্বোধন লোহাগড়ায় জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত মদনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ভোলায় জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত আমরা প্রতিশোধের রাজনীতি করতে চাই না, আমরা প্রতিকার চাই, কালীগঞ্জে ফজলুল হক মিলন

লোহাগড়ায় আন্ডারগ্রাউন্ড বিদ্যুৎ ক্যাবল চুরি, অন্ধকারে ২৬ হাজার গ্রাহক, জন ভোগান্তি চরমে

শরিফুজ্জামান :
  • আপলোডের সময় : সোমবার, ২ জুন, ২০২৫

নড়াইলের লোহাগড়া উপজেলায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থায় ব্যবহৃত গুরুত্বপূর্ণ আন্ডারগ্রাউন্ড ক্যাবল চুরির ঘটনা ঘটেছে। এতে মানিকগঞ্জ উপকেন্দ্রে বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়, ফলে অন্তত ২৬ হাজার গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন।

ঘটনাটি ঘটেছে সোমবার (২ জুন) গভীর রাতে সদর উপজেলার রামচন্দ্রপুর রেলক্রসিং এলাকায়। দুর্বৃত্তরা নড়াইল গ্রিড থেকে মানিকগঞ্জ উপকেন্দ্রে সংযুক্ত ৩৩ কেভি আন্ডারগ্রাউন্ড লাইনের ওই অংশ থেকে কৌশলে একটি অংশ কেটে নিয়ে যায়। এর ফলে মানিকগঞ্জ ও আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়ে, জনজীবনে চরম দুর্ভোগ দেখা দেয়।

ঘটনার পরপরই যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর লক্ষিপাশা জোনাল অফিসের কর্মকর্তারা বিষয়টি নজরে নিয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। মেরামত কাজ এবং বিকল্প সংযোগ চালুর লক্ষ্যে জরুরি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

লক্ষ্মীপাশা জোনাল অফিসের ডিজিএম এক বিবৃতিতে বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। এতে বহু গ্রাহক দুর্ভোগে পড়েছেন। আমরা বিকল্প ব্যবস্থায় বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করতে কাজ করছি। আশা করছি, দ্রুতই স্বাভাবিক সরবরাহ পুনরায় চালু করা সম্ভব হবে।”

তিনি আরও জানান, এই চুরির ঘটনায় আনুমানিক ১ লাখ ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে।

বিশেষ একটি সূত্রে জানা গেছে, বিভিন্ন সময়ে নড়াইল লোহাগড়া থেকে পল্লী বিদ্যুতের যেসব তার, ট্রান্স মিটার চুরি হয় এর সাথে পল্লী বিদ্যুতের অসাধু কতিপয় কর্মচারীরা জড়িত রয়েছে।

লোহাগড়া পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম আবু আনাছ মোহাম্মদ নাসির বলেন চুরির ঘটনায় সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
নড়াইল সদর থানার ওসি সাজেদুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত চলছে।

উল্লেখ্য, নড়াইল, লোহাগড়াসহ দেশের বিভিন্ন এলাকায় সম্প্রতি আন্ডারগ্রাউন্ড ক্যাবল চুরির ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। বিদ্যুৎ খাতে এমন নিরাপত্তা হুমকি অব্যাহত থাকলে সার্বিক জাতীয় সেবায় বড় ধরনের বিঘ্ন ঘটতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..