ঝিনাইদহের ভাই ভাই ব্রিকস” বারো বাজারের, মাজদিয়া গ্রামের ইটভাটা
এর ইটের গাড়িতে নিহত হলেন, সূবর্ণসারা গ্রামের “তারিফ (১৪)” নামের এক স্কুলছাত্র..
ঘটনাস্থলে গিয়ে জানা যায়, আজ শনিবার সকাল আনুমানিক ৯:৩০ মিনিটে, সূবর্ণসারা গ্রামের, “মৃত মনিরুজ্জামান মিন্টুর” পুত্র “তারিফ” গৃহশিক্ষক “মাহবুর” এর মোটরসাইকেলে পড়তে যায়, পথিমধ্যে, মোটরসাইকেল সূবর্ণসারা শ্মশানের নিকট মোটরসাইকেল পৌঁছলে, দ্রুত গতিতে আসা ইটের ভাটার গাড়ি তাদেরকে চাপা দেয়। ঘটনাস্থলেই, “তারিফ” নিহত হয়। নিহত “তারিফ-১৪” সূবর্ণসারা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছিল।মোটরসাইকেলে থাকা, গৃহশিক্ষক “মাহবুর” গুরুতর আহত হয়ে, হাসপাতালে ভর্তি আছেন, অবস্থা আশঙ্কাজনক। “তারিফ” এর মরদেহ কালীগঞ্জ থানা থেকে, ময়নাতদন্তের জন্য থানায় নেওয়া হয়