কেশবপুরের গৌরীঘোনায় সার কীটনাশকের দোকানে চুরি। গত সোমবার কেশবপুরের গৌরীঘোনা বাজারের মেসার্স দ্বীপ মালা কৃষি বিপনী (সার কীটনাশক) দোকান থেকে দিন দুপুরে চুরির ঘটনা ঘটেছে।দোকান মালিক উদয় শংকার পাল জানান,যে তিনি ১৩ই ফেব্রুয়ারি সোমবার দুপুর একটার দিকে নিজের প্রয়োজনে মাত্র ৫০ গজ দূরে অন্য একটি সার কীটনাশক দোকানের মালিকের কাছে যায়। সেখান থেকে দোকানে এসে দেখে তার দোকানের ড্রয়ার স্ক্রু ড্রাইভার দিয়ে ভেঙ্গে ড্রয়ারের ভিতরে থাকা নগত ছেষট্টি হাজার (৬৬,০০০) টাকা চুরি করে নিয়ে কে বা কাহারা পালাইয়ে যায়।চুরি ঘটনার পর দোকান মালিক উদয় শংকর পাল বাজারে সিসি ক্যামেরা থাকায় বাজারের অন্য অন্য ব্যবসায়ী ও সাধারণ মানুষ নিয়ে কেশবপুর উপজেলার গৌরীঘোনা ইউনিয়ন পরিষদের সিসি ক্যামেরার ফুট দেখেন,ভিডিও ফুুটে দেখা যায়, তিন জন অঙ্গাতনামা ব্যাক্তি দোকানের ক্যাশ ড্রয়ার ভেঙ্গে চুরি করে মোটর সাইকেল যোগে পাইলে যাচ্ছে। তাদের ভিতর একজনের মুখে মাক্স ছিল। এই বিষয়েদোকান মালিক উদয় শংকর পাল ১৪ই ফেব্রুয়ারি মঙ্গলবার কেশবপুর থানায় একটি লিখিত অভিযোগ করেন। অফিযোগের ১৫ দিন অতিবাহিত হলেও উদঘাটন হয়নি চুরির কোন রহস্য।