শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৫:১৮ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
কৃষক বাঁচলে, দেশ বাঁচবে: মাফরুজা সুলতানা লোহাগড়ায় শিশুর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে ক্যাম্পেইন অনুষ্ঠিত বাগেরহাট জেলা প্রশাসক বরাবর জাতীয় নাগরিক কমিটি শরণখোলার ১৩ দফা দাবি সংবলিত স্বারকলিপি মাদারগঞ্জে সাবেক কাউন্সিলর নজরুল ইসলামসহ ৪ জন আটক। মাদক থেকে যুবকদের দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই-মাফরুজা সোলতানা ইউএনও’র বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে রেলপথ অবরোধ ও মানববন্ধন নড়াইলে ক্রিকেট তারকা মাশরাফী ও তার পিতাসহ ২৯৫ জনের নামে আবারও মামলা, গ্রেফতার দুই নগরবাসীকে নিরাপদ রাখা হচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মূল দায়িত্ব: ’মিট দ্যা প্রেস’ এ ডিএমপি কমিশনার ভালুকায় আন্তর্জাতিক দুর্নীতি দিবস ২০২৪। অর্থনৈতিক শুমারী প্রশিক্ষণ অনুষ্ঠিত সুবর্ণচরে।

নারায়নগঞ্জের সোনারগাঁয়ে জোরপূর্বক বাড়িঘর দখল বিল্ডিং নির্মান হামলা আহত দুই, থানায় ৪ জনকে বিবাদী করে অভিযোগ

স্টাফ রিপোর্টার আব্দুস সালাম মিন্টু
  • আপলোডের সময় : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩
নারায়নগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার সনমান্দি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের আলী মিয়ার ছেলে মোঃ পনির শিকদারের ক্রয়কৃত সম্পত্তিতে  জোরপূর্বক  দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে! অভিযোগে উল্লেখ্য করা হয় শুক্রবার ২৪/০২/২৩ ইং সকাল আনুমানিক ১০ টার সময় উক্ত সনমান্দি ইউনিয়নের শাজালেরকান্দি এলাকার আলী মিয়ার ছেলে ১ মিজান(৩৫) ২ মনির (২৮) ৩ জাকির হোসেন(৩২) জাজিরের ছেলে মেহদী (১৯) এছাড়াও অজ্ঞাত ৪-৫ জন মনিরের ক্রয়কৃত সম্পত্তিতে জোরপূর্বক  দখলের চেষ্টা করলে পনির ও তাঁর বাতিজা ইকবাল বাধা দিলে তাঁর উপরে দেশিয়  অস্ত্র শস্র,দা, লোহার রড লাঠিসোটায় সজ্জিত হয়ে তাদের ওপরে নির্মমভাবে আতরকৃত হামলা চালালে ঘটনাস্থলে পনির  গুরুতর  আহত হয়!  তাকে একা পায়ে শরীরের ভিবিন্ন স্থানে নিলা ফুলা জখম সহ তাঁর পেটে,পিষ্ঠে,হাতে পায়,গলায়  বেদম  মারপিট করে বিবাদীগন!এ সময় পনির আত্মচিৎকার করিলে তাঁর ভাতিজা মোঃইকবাল এগিয়ে আসলে তাঁর উপরেও উপর্যপরি হামলা চালায় বিবাদীগন!  তাৎক্ষণিক  এলাকাবাসী ছুটে আসলে বিবাদীগন পনিরকে প্রাণে মেরে ফেলার হুমকী দিয়া চলে যায়!  গুরুতর  আহত অবস্থায় পনির ও ইকবালকে তাদের স্বজনেরা সোনারগাঁ সরকারী স্বাস্থ্য কমপ্লেক্সে পনির ও ইকবালকে ভর্তি করে!
 ঘটনার বিবরণ সুত্রে যানা জায়, সোনারগাঁ থানাধীন কান্দাপাড়া মৌজার দাগ নং-সিএস ও এসএ ১১৯ আর এস ১৩৫,১৫৪ দাগে ৩০ শতাংশ সম্পত্তি(ভিটাবাড়ি)ক্রয় সুত্রে প্রাপ্ত মালিক পনির  দীর্ঘদিন  যাবৎ ভোগ দখলে আছেন বলে যানা জায়! উক্ত সম্পত্তির জের ধরে উপরোক্ত বিবাদীগন প্রায় সময় নানা প্রকার ভয় ভিতী সহ প্রাণ নাশের হুমকী দিলে,  স্থানীয়  গণ্যমান্যদেরকে বিষয়টি যানায়, এবং  উক্ত  এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গরা  একাদিকবার সালিশ বৈঠক করিয়া মীমাংসার করার চেষ্টা করে! কিন্ত বিবাদীগন কোন প্রকার মীমাংসা আসতে চায়না, এমনকী গতকাল শুক্রবার পনিরের ক্রয়কৃত সম্পত্তিতে  জোরপূর্বক  বিল্ডিং নির্মাণের কাজ শুরু করে! এদিকে পনির সোনারগাঁও  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেয়ার পর কিছুটা সুস্থ হয়ে সোনারগাঁও থানায় লিখিত অভিযোগ দায়ের করেন!  পনিরের  ভাতিজা মোঃইকবাল এখনো পর্যন্ত অসুস্থতা অবস্থায় আছে বলে জানিয়েছেন পনির! উপরোক্ত বিষয়ে সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ(ওসি)বলেন  অভিযোগ পেয়েছি  তদন্ত  সাবেককে আইনগত ব্যবস্থা নেয়া হবে!

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..