 
																
								
                                    
									
                                 
							
							 
                    চট্টগ্রামের সিইউএফ স্কুল এন্ড কলেজে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে।মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে শিশির ভেজা ভোরে খালি পায়ে প্রভাতফেরির আয়োজন করা হয়। প্রভাতফেরিটি সিইউএফএল কলোনির সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়।শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী ও কর্মকর্তা কর্মচারীরা শহীদ মিনারের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।এরপর স্কুলের ক্যাম্পাস প্রাঙ্গনে শহিদ দিবস ও মাতৃভাষা দিবস উপলক্ষে শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হয় চিত্রাংকন,ছড়া,কবিতা,সাধারণ জ্ঞান,দেশাত্নবোধক গান,রচনা,নির্ধারিত বক্তৃতা প্রতিযোগিতা ও আলোচনাসভা।সিইউএফ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আকতার হোসেন সভাপতিত্বে অনুষ্ঠানে সিইউএফএল এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মিজানুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন শাহনাজ পারভীন, সভানেত্রী,মহিলা ক্লাব,সিইউএফএল। মোঃমঈনুল হক,মহাব্যবস্থাপক(প্রশাসন),সিইউএফএল।আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের শিক্ষক – শিক্ষার্থী-অভিভাবকবৃন্দ।স্কুলের সহকারী শিক্ষক মোঃ আব্দুল মজিদ এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন কলেজের সহকারী অধ্যাপক ডঃ শ্যামল কান্তি দত্ত।সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে প্রতিযোগীতার বিজয়দের মাঝে পুরষ্কার বিতরণ করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথি এবং সিইউএফ স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ মোঃ.আকতার হোসেন।